নয়াদিল্লি: আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট ঘোষণায় সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষকদের উন্নয়ন, মহিলা সুরক্ষা এবং শিক্ষার উন্নয়নে উপর বিশেষ নজর দিলেন। সোমবার বাজেট ঘোষণায় তিনি বলেন, ভারতীয় যুবকদের নিজেদের প্রতিভা বিকাশের জন্য সঠিক প্রশিক্ষণ ও শিক্ষার প্রয়োজন।
সোমবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারমন নিম্নমুখী অর্থনীতির মাঝেও শিক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে যে ঘোষণা করলেন তা নিম্নরূপ:
জাতীয় শিক্ষার বিস্তারে দেশের ১৫০০০ স্কুলের উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হবে। এই স্কুলগুলি দেশের এনইপি মডেল হিসেবে তুলে ধরা হবে ভবিষ্যতে। বেসরকারি সংস্থা এবং বিভিন্ন এনজিও’র সঙ্গে কেন্দ্র সরকার হাত মিলিয়ে নতুন ১০০ টি সৈনিক স্কুল গঠন করবে আগামী অর্থবর্ষে। এনইপি’র অন্তর্গত কেন্দ্র সরকারের বিভিন্ন পদক্ষেপকে পঞ্চম সংযুক্তিকরণের আওতায় আনা হবে। দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের ক্ষেত্রে কেন্দ্রীয় একটি উচ্চ শিক্ষা সংসদ নির্মাণ করা হবে আগামী অর্থবর্ষে। উচ্চশিক্ষা কমিশন তৈরি করা হবে৷
লাদাখ রিজিয়নে শিক্ষার প্রসারের ক্ষেত্রে লেহ’তে একটি বিশ্ববিদ্যালয়ের গড়ে তোলার প্রস্তাব দেওয়া হবে কেন্দ্র তরফে। আদিবাসী অধ্যুষিত এলাকায় ৭৫০ আবাসিক একলব্য স্কুল গড়ে তোলা হবে, যার খাতে ৩৫২১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রযুক্তিবিদ্যায় উন্নয়নের খাতে ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হল এবং প্রযুক্তি বিদ্যার বিকাশের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরসাহী’র সঙ্গে ভারতের একযোগে কাজ করার কথাও ঘোষণা করা হল। গবেষনার খাতে বিশেষ নজর দেওয়া হল এই বাজেটে এবং এই খাতে বিষ কিছু বরাদ্দের কথাও ঘোষণা করা হল।