লখনউ: মোদী সরকারের নতুন শিক্ষানীতিতে এবার যোগী আদিত্যনাথ এবং বাবা রামদেবের লেখা বই পড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ফিলোজফি বা দর্শন পড়াতে পাঠক্রমে এই দু’জনের বই অন্তর্ভুক্ত করতে চলেছে৷ কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে গঠিত কমিটির সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যোগগুরু রামদেব এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লেখা বই উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পাঠক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে। দর্শন বিভাগে স্নাতক স্তরে এই দুই ব্যক্তির বই পড়ানোর জন্য জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৈরি বিশেষ কমিটি সুপারিশ করেছে বলে জানা গিয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা সব কলেজেই দর্শন বিভাগে এই দু’জনের লেখা বই পড়ানোর সুপারিশ করা হয়েছে। কমিটির তরফে দাবি করা হয়েছে, যোগী আদিত্যনাথ এবং বাবা রামদেবের লেখা বইগুলির শিক্ষামূলক গুরুত্ব অনেক বেশি৷ ভারতের আগামী প্রজন্মের যোগী আদিত্যনাথ সম্পর্কে জ্ঞান থাকা দরকার এবং ভারতের প্রাচীন এবং আধ্যাত্মিক ইতিহাস জানাটাও গুরুত্বপূর্ণ। যোগী এবং রামদেব, দু’জনের লেখা বইয়ে সেই বিষয়গুলি রয়েছে বলে দাবি করা হয়েছে। সেজন্যই এই দু’জনের লেখা বই পাঠক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
এখানেই শেষ নয়,জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৈরি বিশেষ কমিটি সুপারিশ করার সঙ্গে সঙ্গেই মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় রামদেব এবং যোগীর লেখা বই ইতিমধ্যেই পাঠক্রমে অন্তর্ভুক্ত করে ফেলেছে। যোগী আদিত্যনাথের লেখা বইটির নাম ‘হঠযোগ কা স্বরূপ’ এবং বাবা রামদেবের লেখা বইটির নাম ‘যোগ সাধনা ও যোগ চিকিৎসা রহস্য’৷ স্নাতক স্তরের পড়ুয়ারা এই দু’টি বই পড়তেও শুরু করে দিয়েছে। এবার উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলিতেও এই বই পাঠক্রমে অন্তর্ভুক্ত হওয়ার পথে৷