কলকাতা: বৃহস্পতিবার ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা শিক্ষা পরিষদ৷ ঠিক তার একদিন পরেই টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরিষদ৷
নির্দেশিকা অনুসারে ডাব্লুবিবিএসইয়ের অধীনে স্বীকৃত সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের সময়মত প্রশ্নপত্র জমা দিতে হবে৷ নির্দেশিকায় সমস্ত স্কুলগুলিকে সিলেকশন টেস্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্মতিমূলক মূল্যায়নের নিম্নলিখিত সময়সূচী অনুসরণ করতে বলা হয়েছে৷
প্রতিটি স্কুলকে অবশ্যই নিজেদের প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ অনুসারে৷ এরপর প্রশ্নপত্রের উপরে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তা অনলাইনে অথবা অন্য উপায়ে বোর্ডের কাছে পাঠিয়ে দিতে হবে৷ পরবর্তী কালে যা ২০১৯-২০২০ টেস্টপেপারে প্রকাশিত হবে৷ দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হবে বলেও জানিয়েছে পরিষদ৷