কলকাতা: শিক্ষক-শিক্ষিকা কী পড়াচ্ছেন, তাঁর নাম, যোগ্যতা ও শূন্যপদ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ৷ তথ্য তদল করার সঙ্গে সঙ্গে বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি স্কুলে স্কুলে তৃতীয় ভাষা চালু করা উদ্যোগ রাজ্যের৷ বাংলার স্কুলে উর্দু, হিন্দি ও নেপালি ভাষা পড়ানোর বিষয়ে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হয়েছে৷
অভিযোগ ছিল, বাংলার স্কুলে তৃতীয় ভাষার বই বিনামূল্যে দেওয়া হয় না। এর কোনও সিলেবাসও নেই। কিন্তু সোমবার স্কুলগুলিকে যে চিঠি পর্ষদ পাঠিয়েছে, তাতে এ নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত হয়েছে। যদিও এখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন কর্তারা।
স্কুলগুলিকে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, স্কুলে তৃতীয় ভাষা হিসেবে কোন বিষয় পড়ানো হয়, তা জানাতে হবে। তার সঙ্গে যে শিক্ষক-শিক্ষিকা তা পড়াচ্ছেন, তাঁর নাম, যোগ্যতা এবং সেই পদ অনুমোদিত কি না, তাও জানাতে হবে। আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টের মধ্যে সেই তথ্য ই-মেল করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।