Aajbikel

২০২৪-এ মাধ্যমিক কবে? দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

 | 
পড়ুয়া

 কলকাতা: শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলপ্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷ ওই বৈঠকের তিনি জানিয়ে দেন পরের বছর পরীক্ষার দিনক্ষণ৷ ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন৷ সেই কারণে পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। ২০২৪ সালে পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে৷  শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

আগামী বছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে৷  সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় পাবে।
 আগামী বছর মাধ্যমিক পরীক্ষার রুটিন-

২ ফেব্রুয়ারি প্রথম ভাষা

৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা
৫ ফেব্রুয়ারি ইতিহাস

৬ ফেব্রুয়ারি ভূগোল

৮ ফেব্রুয়ারি গণিত

৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান

১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান

১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়

ফিজিকাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে পর্ষদ৷ প্রথম ভাষার মধ্যে রয়েছে বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, নেপালি, ওড়িয়া, তেলুগু, তামিল, সাঁওতালি, মডার্ন টিবেটান, গুরমুখি (পাঞ্জাবি)৷ দ্বিতীয় ভাষা ইংরাজি৷ যদি অন্য কোনও ভাষা প্রথম ভাষা হিসাবে থাকে তাহলে দ্বিতীয় ভাষা বাংলা বা নেপালি 

২০২৩ সালে বছর সব মিলিয়ে ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে ৩ লক্ষ ৬ হাজার ২৫৩ জন ছাত্র এবং ৩ লক্ষ ৭৬ হাজার ৬৮ জন ছাত্রী ছিল। পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। অকৃতকার্য হয়েছে ১ লক্ষের বেশি৷  পরীক্ষার্থী। পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, এ বছর ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল।

Around The Web

Trending News

You May like