Aajbikel

মাধ্যমিকের ফল ঘোষণা কবে? টুইট করে দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

 | 
পড়ুয়া

কলকাতা:  আগামী সপ্তাহের মাঝামাঝি মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল আগেই৷ সেই মতোই আগামী ১৯ মে মাধ্যমিকের ফল ঘোষণা হয়ে চলেছে৷ বুধবার টুইট করে জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু৷

কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল? এই নিয়ে উদ্বেগে ছিলেন পড়ুয়ারা৷ এরই মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেয় মধ্যশিক্ষা পর্ষদ। জানা যায় ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সারা। রবীন্দ্র জয়ন্তীর দিন শিক্ষা মন্ত্রী জানান, আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। খুব শীঘ্রই দিনক্ষণ জানানো হবে৷ বুধবার দুপুরেই এ নিয়ে টুইট করলেন ব্রাত্য বসু। জানালেন, আগামী ১৯ মে সকাল ১০টা থেকে ফলঘোষণা শুরু হবে। প্রথমে পর্ষদের সাংবাদিক বৈঠক হবে, তার পর হবে ফল ঘোষণা। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর পড়ুয়ারা পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পাবে। 

 

২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। শেষ পরীক্ষা ছিল ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় অনেক আগেই জানিয়েছিলেন, মে মাসে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। সেই মতোই  মে মাসের মাঝামাঝি ১৯ তারিখ ফল প্রকাশিত হতে চলেছে ৷  ফল প্রকাশের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, তার সবটাই নেওয়া হয়ে গিয়েছে বলে আগেই জানা গিয়েছে। 

Around The Web

Trending News

You May like