বাংলার বেহাল শিক্ষার বিরুদ্ধে বিস্ফোরক মীরাতুন, অভিযোগ তোষণের

আজ বিকেল: তোষণ চলছে, আর তার জেরেই রাজ্যে ভেঙে পড়ছে শিক্ষা৷ আজ, শুক্রবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ৪৮তম বর্ষে দ্বি-বার্ষিক সম্মেলন মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন শিক্ষাবিদ মীরাতুন নাহার৷ রাজ্য সরকারের শিক্ষানীতির সমালোচনার পাশাপাশি শিক্ষকদের দায়-দায়িত্ব সম্পর্কেও সচেতন হয়ে ওঠার বার্তা দেন তিনি৷ এদিন সভামঞ্চে দাঁড়িয়ে মীরাতুন নাহার বলেন, ‘‘শিক্ষকদের বুঝতে

বাংলার বেহাল শিক্ষার বিরুদ্ধে বিস্ফোরক মীরাতুন, অভিযোগ তোষণের

আজ বিকেল: তোষণ চলছে, আর তার জেরেই রাজ্যে ভেঙে পড়ছে শিক্ষা৷ আজ, শুক্রবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ৪৮তম বর্ষে দ্বি-বার্ষিক সম্মেলন মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন শিক্ষাবিদ মীরাতুন নাহার৷ রাজ্য সরকারের শিক্ষানীতির সমালোচনার পাশাপাশি শিক্ষকদের দায়-দায়িত্ব সম্পর্কেও সচেতন হয়ে ওঠার বার্তা দেন তিনি৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এদিন সভামঞ্চে দাঁড়িয়ে মীরাতুন নাহার বলেন, ‘‘শিক্ষকদের বুঝতে হবে, শিক্ষা শুধু জীবিকার জন্য নয়৷ জীবনের জন্য সবচেয়ে প্রয়োজন৷ আজ, দেখছি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান ও অধিকারিকরা সরকারকে তোষণ করতে ব্যস্ত৷ ফলে শিক্ষার মূল ভিত্তি ভেঙে পড়েছে৷ সরকার আজ শিক্ষা ক্ষেত্রে গণতন্ত্র না দলতন্ত্র রক্ষা করতে ব্যস্ত৷ এটা চলতে পারে না৷’’ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এগুলি অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি৷

সাহিত্যিক ও শিক্ষাবিদ সুধীর চক্রবর্তী এদিন শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এই সম্মেলনের বাংলার শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন৷ এই পরিস্থিতি মোকাবিলায় মাধ্যমিক শিক্ষক শিক্ষা কর্মী সমিতির নেতৃত্বকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার কথাও জানান তিনি৷

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

এদিন সংগঠনের তরফে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সভাপতি বিশ্বজিৎ পোদ্দার৷ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মীরাতুন নাহার৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় ইতিহাসের বিভাগীয় প্রধান অধ্যাপক অলক ঘোষ। উদ্বোধক ছিলেন নদীয়া জেলার বিশিষ্ট সাহিত্যিক শিক্ষাবিদ সুধীর চক্রবর্তী৷

এদিন গোটা রাজ্য থেকে এক হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজ্যের সমস্ত জেলা থেকে শিক্ষক শিক্ষা কর্মীরা কৃষ্ণনগরে উপস্থিত হয়ে এই সম্মেলনকে সফল করে তোলার চেষ্টা করছেন৷ এদিন সমিতির তরফে রাজ্যে শিক্ষার ‘অবনমন’ রুখতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়৷ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক তৈরি ও সেই সম্পর্ক আরও সুন্দর করে গড়ে তোলার উপরও গুরুত্ব বাড়ানো হয়৷ শিক্ষার্থীদের স্বার্থ দেখে দলীয় হস্তক্ষেপ থেকে শিক্ষার পরিবেশকে রক্ষারও উদ্যোগ নেওয়া হয়৷ একই সঙ্গে শিক্ষকদের উপর নেমে আসা দুর্যোগ প্রতিহত করতে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালি যাওয়ার বার্তাও দেওয়া হয়৷

এদিনের এই সভা প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, ‘‘শিক্ষকদের যেকোনও সমস্যায় মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি লড়াই করবে৷ ডিএ নিয়েই হোক, কিংবা পে প্রোটেকশন ইস্যুতে, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাবে৷ শেষ পর্যন্ত সমস্ত শিক্ষকদের পাশে থাকব আমরা৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =