স্কুলের প্রতীকে বিজেপির পদ্ম! রিপোর্ট যাচ্ছে শিক্ষা দপ্তরে

শিলিগুড়ি: শিলিগুড়ি বয়েজ প্রাইমারি স্কুলের ইউনিফর্মে প্রতীক বিকৃতির অভিযোগে বিস্তারিত রিপোর্ট যাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তরের৷ অভিযোগ, ইউনিফর্মে স্কুলের নির্দিষ্ট প্রতীক বদলে বিজেপির ট্রেডমার্কা পদ্মফুল লাগিয়ে দেওয়া হয়েছে৷ গোটা ঘটনায় শিলিগুড়ি শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ স্কুলের ইউনিফর্মে পদ্মফুল নজরে আসতেই অভিভাবক মহলে ক্ষোভ তৈরি হয়৷ অভিযোগ পৌঁছে যেতেই স্কুল টিচার ইনচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবক

স্কুলের প্রতীকে বিজেপির পদ্ম! রিপোর্ট যাচ্ছে শিক্ষা দপ্তরে

শিলিগুড়ি: শিলিগুড়ি বয়েজ প্রাইমারি স্কুলের ইউনিফর্মে প্রতীক বিকৃতির অভিযোগে বিস্তারিত রিপোর্ট যাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তরের৷ অভিযোগ, ইউনিফর্মে স্কুলের নির্দিষ্ট প্রতীক বদলে বিজেপির ট্রেডমার্কা পদ্মফুল লাগিয়ে দেওয়া হয়েছে৷ গোটা ঘটনায় শিলিগুড়ি শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

স্কুলের ইউনিফর্মে পদ্মফুল নজরে আসতেই অভিভাবক মহলে ক্ষোভ তৈরি হয়৷ অভিযোগ পৌঁছে যেতেই স্কুল টিচার ইনচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ কীভাবে স্কুলের নির্দিষ্ট প্রতীক বদলে ইউনিফর্মে পদ্মফুল নজর এড়িয়ে গেল? সরব হয়েছে তৃণমূল৷

শনিবার শিলিগুড়ি বয়েজ প্রাইমারি স্কুলের ইউনিফর্মের নির্দিষ্ট প্রতীকের বিকৃতি করে রাজনৈতিক দলের পদ্মফুল লাগানো ইউনিফর্ম বিতরণ হয়৷ ছাত্রদের মধ্যে বিষয়টি জানাজানি হতেই তৃণমূল নেতৃত্বে বিক্ষোভ দেখান স্কুলে৷ তৃণমূলের চাপের কাছে ভুল স্বীকার করে নেন ওই শিক্ষক৷

স্কুলের প্রতীকে বিজেপির পদ্ম! রিপোর্ট যাচ্ছে শিক্ষা দপ্তরে

জানান, স্কুলের ইউনিফর্ম সর্বশিক্ষা মিশনের তরফে দেওয়া হয়৷ প্রতিবছর দুটি করে প্রদান করা হয়৷ বিগত বছরের থেকে এবার ছাত্র পিছু বরাদ্দ বেড়েছে ২০০ টাকা৷ ইউনিফর্ম তৈরির বরাদ্দ দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর হাতে৷ তারাই নির্দিষ্ট প্রতীকের বদল দিয়েছে৷ এই ঘটনায় তাঁর চোখ এড়িয়ে যাওয়ায় তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানান৷ অন্যদিকে, গোটা ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় শিলিগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ সূত্রের খবর, ওই রিপোর্ট পাঠানো হবে শিক্ষা দপ্তরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =