কলকাতা: রাজ্যের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকদিন আগেই মডেল পাইলট প্রজেক্ট করে বায়মেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবহারিক গুরুত্ব দেখা হয়৷ অল্প কয়েক দিনের জন্য হলেও ওই প্রকল্প ব্যাপক ভাবে সাড়া ফেলেছিলো শিক্ষক মহলে৷ আশানরূপ সাফল্য আসে স্বল্প দিনের ওই প্রকল্পে৷ এবার সেই সাফল্য দেখে কার্যত অনুপ্রাণিত হয়েই আরও বেশ কতেকটি প্রাথমিক বিদ্যালয়ে এই উন্নত প্রযুক্তি চালু করার চেষ্টা করতে চলেছে প্রাথমিক শিক্ষা সংসদ৷
সম্প্রতি এইকথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা সংসদ৷ প্রথম পর্যায়ের বায়মেট্রিক অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া চালু করা হয় বাঁকুড়া জেলার পূর্বাঞ্চলে অবস্থিত খাতড়া কংসাবতী শিশু শিক্ষা নিকেতন বিদ্যালয়ে। আর এবার ওই অনেকঞ্চলের আরো কয়েকটি বিদ্যালয়কে বায়মেট্রিক অ্যাটেন্ডেন্সের তালিকাভূক্ত কয়া হল। পাঁচটি বিদ্যালয় হল, যথাক্রমে – বাঁকুড়া প্রাথমিক বালিকা বিদ্যালয়, বঙ্গ বালক প্রাথমিক বিদ্যালয়, মিশন প্রাথমিক বালিকা বিদ্যালয়, লালবাজার হিন্দু প্রাথমিক বিদ্যালয়, গোয়েঙ্কা প্রাথমিক বিদ্যালয়৷ জানা যাচ্ছে, আগামী মাসের ৫ তারিখ উক্ত জেলার জেলা শাসক এই অত্যাধুনিক হাজিরা প্রক্রিয়ার সূচনা করবেন৷