নয়াদিল্লি: ২০১৯-এর সাধারণতন্ত্র দিবসের মঞ্চ থেকে ভারতরত্ন পাচ্ছেন আরও এক বাঙালি৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এবার ভারতরত্ন সম্মান পেতে চলেছে দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ মরণোত্তচর ভারতরত্ন সম্মান দেওয়া হবে নানাজি কেশমুখ ও ভূপেন হাজারিকাকে৷ ঘোষণা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের৷
এর আগেও বাঙালি হিসাবে ভারতরত্ন পেয়েছেন স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ৷ আধুনিক ভারত গঠনের ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে ১৯৯২ সালে ভারতরত্ন দেওয়া হয়৷ চিকিৎসক, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও সমাজকর্মী বিধানচন্দ্র রায় বাংলার উন্নতি ও চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৬১ সালের তাঁকে ভারতরত্ন দেওয়া হয়৷ মাদার টেরজা তথা আলবেনিয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসীকে জীবনের বেশিরভাগ সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন৷ ১৯৮০ সালে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়৷ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে চলচ্চিত্র জগতে অবদানের জন্য ১৯৯২ সালে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়৷ অমর্ত্য সেন একজন বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক৷ দুর্ভিক্ষ, জনকল্যাণ অর্থনীতি ও দারিদ্রের কারণ নিয়ে গবেষণার জন্যা তাঁকে ১৯৯৯ সালে ভারতরত্ন দেওয়া হয়৷
Rashtrapati Bhavan: The President has been pleased to award Bharat Ratna to Nanaji Deshmukh (posthumously), Dr Bhupen Hazarika (posthumously), and former President Dr Pranab Mukherjee pic.twitter.com/tV8BTsOdNN
— ANI (@ANI) January 25, 2019