স্কুল ফি নিয়ে অসন্তোষ, সুরাহা চেয়ে CISCE, CBSE-কে চিঠি পার্থর

স্কুল ফি নিয়ে অসন্তোষ, সুরাহা চেয়ে CISCE, CBSE-কে চিঠি পার্থর

কলকাতা: কোভিড পরিস্থিতিতে স্কুলগুলি বন্ধ থাকলেও, রীতিমতো অভিভাবকদের কাছ থেকে আদায় করা হচ্ছে ফি৷ যা নিয়ে অভিভাবকদের একাংশের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে৷ এই পরিস্থিতিতে সিবিএসসি এবং সিআইএসসিই-কে চিঠি পাঠাল রাজ্য সরকার৷ সিবিএসসি এবং সিআইএসসিই অনুমোদিত বেসরকারি স্কুলগুলিতে এই বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে৷ 

গত সপ্তাহে সিবিএসসি চেয়ারম্যান মনোজ আহুজা এবং সিআইএসসিই-র প্রধান কার্যনির্বাহী ও সেক্রেটারি গ্যারি আরথুনের কাছে রাজ্য শিক্ষা দফতরের তরফে পাঠানো চিঠিতে স্কুল ফি-র বিষয়টি ‘সহানুভূতি সহকারে’ বিবেচনার আর্জি জানানো হয়েছে৷ প্রসঙ্গত, এর আগে গওত ১০ জুন বেসরকারি স্কুলগুলিকে চলতি বছর বেতন না বাড়ানোর আর্জি জানিয়েছিলেন খোদ মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

সিবিএসসি এবং সিআইএসসিই-কে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘আমরা সিবিএসসি এবং সিআইএসসিই, উভয়কেই চিঠি পাঠিয়েছি৷ টিউশন ফি’র বিষয়টি আমাদের নজরে রয়েছে৷ চলতি শিক্ষাবর্ষে স্কুলগুলি যাতে টিউশন ফি না বাড়ায় সে ব্যাপারে আর্জি জানিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে৷ অভিভাবকদের কাছ থেকে লেট ফি নিতেও বারণ করা হয়েছে৷ বাকি সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বোর্ড৷’’ তবে আমাদের রাজ্যের পরিস্থিতি সম্পর্কে বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ বিষয়টির দিকে নজর দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী৷  

শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্য সরকার চায় স্কুল ফি নিয়ে অভিভাবকদের মধ্যে বেড়ে চলা অসন্তোষের বিষয়ে বোর্ডগুলি যথাযথ পদক্ষেপ করুন৷ অভিযোগ, ক্লাস বন্ধ থাকা সত্ত্বেও উন্নয়ন ফি, কম্পিউটার ফি, ল্যাবরেটরি ফি এবং কো-কারিকুলার অ্যাকটিভিটি ফি আদায় করছে স্কুলগুলি৷ এই বিষয়গুলি পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানানো হয়েছে বলে জানান এক বর্ষীয়ান আধিকারিক৷ অন্যদিকে, বেতনে কাটছাট করা হলে স্কুল চালানো মুশকিল হয়ে যাবে বলে দাবি করেছে চার্চ অফ নর্থ ইন্ডিয়া-র অধীনস্ত স্কুলগুলি৷ আবার মডার্ন হাই স্কুল ফর গার্লস অভিভাবকদের স্বস্তি দিয়ে জানিয়েছে, বাস ফি, স্পেশ্যাল ক্লাস ফি, স্কুলের আগে এবং পরের বিভিন্ন অ্যাকটিভিটি ফি, ক্লাব ফি ইত্যাদি নেওয়া হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 2 =