সিলেবাস শেষ হওয়ার আগেই পরীক্ষা এগিয়ে আনল রাজ্য, বিপাকে বহু পড়ুয়া

কলকাতা: সিলেবাস শেষ হয়নি৷ তার আগেই রাজ্যের স্কুলগুলিতে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর৷ এই নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে শিক্ষক মহলে৷ একদিকে দীর্ঘ নির্বাচন ও লম্বা গরমের ছুটির জেরে পঠন-পাঠন লাটে ওঠার পর কেন পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত? তা নিয়েও রয়েছে বিতর্ক৷ পঞ্চম থেকে দশম শ্রেণির দ্বিতীয় সামেটিভ পরীক্ষার সময় কল

সিলেবাস শেষ হওয়ার আগেই পরীক্ষা এগিয়ে আনল রাজ্য, বিপাকে বহু পড়ুয়া

কলকাতা: সিলেবাস শেষ হয়নি৷ তার আগেই রাজ্যের স্কুলগুলিতে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর৷ এই নির্দেশিকা ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে শিক্ষক মহলে৷ একদিকে দীর্ঘ নির্বাচন ও লম্বা গরমের ছুটির জেরে পঠন-পাঠন লাটে ওঠার পর কেন পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত? তা নিয়েও রয়েছে বিতর্ক৷

পঞ্চম থেকে দশম শ্রেণির দ্বিতীয় সামেটিভ পরীক্ষার সময় কল এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ শনিবার বিজ্ঞপ্তি জারি করে জুলাইয়ের শেষ সপ্তাহে পরীক্ষা শুরু করা হবে বলে জানানো হয়েছে৷ লোকসভা নির্বাচনের ধকল ও লম্বা গরমের ছুটির পর হঠাৎ করে পরীক্ষা এগিয়ে আনা পরীক্ষার ফলাফল কী হবে তা নিয়ে সংশয় রয়েছেন শিক্ষক মহলের একাংশ৷ একাধিক স্কুলে ঠিকমতো ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ হয়নি৷ হয়নি পঠন-পাঠান৷ তার মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি ঘিরে চূড়ান্ত বিপাকে পড়ুয়া থেকে শিক্ষকদের একাংশ৷

লোকসভা নির্বাচন ও দীর্ঘ গরমের ছুটি যার ফলে রাজ্যে পঞ্চম থেকে নবম শ্রেণিতে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত কোনও ক্লাস হয়নি৷ তার ফলে বেশির ভাগ স্কুলের সিলেবাস শেষ করা যায়নি৷ এই মুহূর্তে রাজ্যের সমস্ত স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত তিনটি সামেটিভ পরীক্ষা হয়৷ প্রথম পরীক্ষা হয়, মার্চ মাসে৷ দ্বিতীয় আগস্ট দ্বিতীয় সপ্তাহে ও তৃতীয় পরীক্ষা ডিসেম্বর মাসে৷ এই বছর মার্চ মাসে প্রথম সাময়িক পরীক্ষা হয়ে যাওয়ার পর শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জানায়, পরবর্তী পরীক্ষা আগস্টের দ্বিতীয় সপ্তাহে করাতে হবে৷ কিন্তু তার পরেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয় ১২ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত রাজ্যের স্কুলগুলির পঠন-পাঠন ব্যাহত হয়৷ শুধু স্কুলগুলির ভোটের জন্য অধিগ্রহণ করা হয়েছিল তাই নয়, নির্বাচনের কাজে অধিকাংশ শিক্ষক ও অশিক্ষক কর্মীরা নির্বাচনের প্রশিক্ষণে চলে যান৷ এরপর অস্বাভাবিক গরমের কারণে মে মাসের প্রথম সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার৷ যার ফলে সমস্ত স্কুলে ছুটি পড়ে যায়৷ শনিবার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে পরীক্ষা এগিয়ে নিয়ে আসার পাশাপাশি আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ ২০ আগস্টের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে৷ এবার থেকে সমস্ত ফলাফল বাংলার্মুখ পোর্টালে আপলোড করতে হবে বলেও সরকার নির্দেশ জারি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 1 =