লাটে স্কুল শিক্ষা, লোপাট পড়ুয়াদের মৌলিক শিক্ষা! রিপোর্ট সংসদীয় কমিটির

লাটে স্কুল শিক্ষা, লোপাট পড়ুয়াদের মৌলিক শিক্ষা! রিপোর্ট সংসদীয় কমিটির

নয়াদিল্লি: করোনার প্রভাবে গত দেড় বছর ধরে লাটে স্কুল শিক্ষা৷ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান৷ দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ থাকায় বিরূপ প্রভাব পড়েছে পড়ুয়াদের মধ্যে৷ স্কুল শিক্ষার মূল ভিতকেই কার্যত দুর্বল করে দিয়েছে  করোনার কারণে তৈরি হওয়া এই অচলাবস্থা৷ সাম্প্রতিক রিপোর্টে ঠিক এমনই পর্যবেক্ষণ রেখেছে কেন্দ্রের সংসদীয় কমিটি৷ কমিটির রিপোর্টে সাফ বলা হয়েছে, স্কুল বন্ধ থাকার কারণে পড়ুয়াদের শিক্ষার মূল ভিতের উপর বড় ধরণের প্রভাব ফেলেছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ুয়াদের মৌলিক শিক্ষার অধিকার৷

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্কুল বন্ধ থাকার কারণে তৈরি হওয়া অচলাবস্থা নিয়ে রিপোর্ট পেশ করেছে শিক্ষা, নারী, শিশু, যুব ও ক্রীড়া বিষয়ক ওই সংসদীয় কমিটি৷ শুক্রবার সংসদে রিপোর্টও জমা পড়ে গিয়েছে বলে খবর৷ রিপোর্টে সাফ জানানো হয়েছে, দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ৷ তার প্রভাব বিশেষ করে অঙ্ক ও বিজ্ঞানের মতো বিষয়গুলিতে পড়ুয়াদের মধ্যে প্রভাব ফেলেছে৷ আর তাতেই পড়ুয়াদের মৌলিক শিক্ষাকে দুর্বল করে তুলেছে৷ পঠনপাঠন প্রক্রিয়ায় তৈরি হওয়া বিরাট ফাঁক পড়ুয়াদের বোধশক্তিকেও দিনে দিনে ক্ষতিগ্রস্ত করছে৷ সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে প্রান্তিক ও দুঃস্থ পড়ুয়ারা৷ রিপোর্টে উল্লেখ,  স্কুল বন্ধ থাকার কারণে সমাজের নিচুস্তরের কমবয়সি পড়ুয়াদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে৷ কেননা, তাদের কাছে অনলাইনে পড়াশোনা করার কোনও সামগ্রী মজুত নেই৷ শ্রেণিশিক্ষা বন্ধ থাকার কারণে প্রভাব পড়ছে পড়ুয়াদের মনে৷

পরিস্থিতির গুরুত্ব বুঝে অবিলম্বে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে তা বাস্তবায়িত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি৷ শুধুমাত্র পড়ুয়াদের পঠনপাঠনই নয়, পুষ্টি-মানসিক স্বাস্থ্য বিকাশের ক্ষেত্রেও স্কুল বন্ধ থাকার বিরূপ প্রভাব পড়েছে বলেও রিপোর্টে জানানো হয়েছে৷ বিনয় পি সহস্রবুদ্ধের নেতৃত্বাধীন সংসদীয় কমিটির দাবি, পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, করোনার কারণে দেশে এমন বহু ছাত্রী আছে, যাদের ক্ষেত্রে আর কোনওদিনই স্কুলের মুখ দেখা আর সম্ভব নাও হতে পারে৷ অর্থিক কারণে বহু পড়ুয়াই আর কোনওদিন স্কুলের চৌকাঠে নাও দাঁড়িতে পারে৷ বাল্য বিবাহ কিংবা অন্য জীবিকার সন্ধানে বহু পড়ুয়া স্কুল আর নাও ফিরতে পারে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে অবিলম্বে এই সমস্ত পড়ুয়াদের স্কুলে ফেরানোর উদ্যোগ দেওয়ারও সুপারিশ করেছে কমিটি৷ প্রান্তিক ও গ্রামীণ স্কুলগুলির প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়নে জোর দিতে হবে বলে জানিয়েছে কমিটি৷ অবিলম্বে স্কুলশিক্ষা দফতরকে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =