নেটওয়ার্ক নেই, গাছে উঠে অনলাইনে ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষক

নেটওয়ার্ক নেই, গাছে উঠে অনলাইনে ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষক

বাঁকুড়া: চলছে লকডাউন৷ গৃহবন্দি অবস্থার মধ্যেই ডিজিটাল হওয়ার চেষ্টা করছে গোটা দেশ৷ কিন্তু কোথাও কোথাও ডিজিটাল দুনিয়ার হাতছানি থাকলেও অধরা গ্রামবাংলা৷ যেখানে সামান্য ফোনে কথা বলাতে গিয়ে উধাও হয়ে যায় নেটওয়ার্ক, সেখানে দাঁড়িয়ে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া অলিক স্বপ্ন৷ কিন্তু নেটওয়ার্ক নেই বলে তো আর পঠন-পাঠন থেমে থাকতে পারে না৷ আগামী দিনের পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে এবার গাছে মাথায় মাচা বেঁধে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন বাঁকুড়ার শিক্ষক৷

জানা গিয়েছে, লকডাউনের জেরে গ্রামের বাড়িতে আটকে পড়েছেন তিনি৷ কিন্তু, সংস্থার তরফে জানানো হয়েছে, বাড়ি থেকে অনলাইনে ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের ক্লাস করা হবে৷ কিন্তু, বাঁকুড়ার গ্রাম থেকে অনলাইনে কীভাবে ক্লাস করানো যায়৷ রাত ঘুম ছুটে যায় ওই শিক্ষকের৷ কোথায় ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, তার সন্ধান শুরু করেন শিক্ষক সুব্রত পতি৷  ভালো নেটওয়ার্ক পেতে গাছে মাচা বেঁধে সেখান থেকেই অনলাইনে ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের ক্লাস নিতে শুরু করেন বাঁকুড়ার ওই প্রশিক্ষক৷ গাছের ডালে মাচা বেঁধে বাঁকুড়ার শিক্ষককের প্রশিক্ষণ দেওয়ার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

জানা গিয়েছে, কলকাতার একটি নামি বেসরকারি প্রশিক্ষণ সেন্টারে ইতিহাস পড়ান বাঁকুড়ার শিক্ষক সুব্রত পতি৷ লকডাউন কার্যকর হওয়ার মুখে বাঁকুড়ার গ্রামের ফিরে যান তিনি৷ কিন্তু বিপত্তি বাঁধে সংস্থার নির্দেশে৷ জানিয়ে দেওয়া হয়, অনলাইনে সবাইকে ক্লাস নিতে হবে৷ সংস্থার নির্দেশ পেয়ে গ্রামীণ এলাকা হওয়ায় নেটওয়ার্ক সমস্যার মুখে পড়েন তিনি৷ পরে বিভিন্ন এলাকা ঘুরে নেটওয়ার্কের সন্ধান শুরু করেন ওই শিক্ষক৷ পরে, গাছের মাথায় সামান্য নেটওয়ার্ক পেয়ে সেখানেই অস্থানীয় ক্লাসরুম বানিয়ে ফেলেন তিনি৷ সেখান থেকেই অনলাইনে ক্লাস নেওয়ার কাজ শুরু করে দেন বাংলার ওই শিক্ষক৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি নিমগাছে উপর মাচা বেঁধে অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে ভবিষ্যতের ডব্লুবিসিএস অফিসার গড়ার কাজ শুরু করে দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 8 =