কলকাতা: প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিল শিক্ষক শিক্ষণ বিশ্ববিদ্যালয়৷ প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্রের সঙ্গে থাকবে বারকোড৷ কিন্তু, কীভাবে কাজ করবে এই বারকোড?
জানা গিয়েছে, যদি কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস করার চেষ্টা করেন, তাহলে কোথা থেকে তা বেরিয়েছে, তা নিমেষে ধরে ফেলতে পারবে বিশ্ববিদ্যালয়৷ ফলে, রোখা যাবে প্রশ্ন ফাঁসের ঘটনা৷ আগামীদিনে এই বিশেষ সুরক্ষা ব্যবস্থা আরও জোরালো করে প্রশ্নফাঁস রুখতে আরও বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে৷