ফের দেশের শীর্ষে বাংলার ২ বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর

কলকাতা: এখানে রাজনীতিও হয়৷ হয় লেখাপড়াও৷ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের তালে তালি মিলিয়ে ওঠে আওয়াজ৷ উত্তাল হয় ক্যাম্পাস৷ তবে, রাজনীতি করতে গিয়ে ক্যাম্পাস উত্তাল হলেও পঠন-পাঠনে যে লাটে ওঠে তা একেবারেই ঠিক নয়৷ রাজনীতি করলে পাঠন-পাঠান লাটে ওঠে, এই তত্বে জল ঢেলে ফের দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ছিনিয়ে নিল বাংলার দু’টি বিশ্ববিদ্যালয়৷ কিউএস ইন্ডিয়া

ফের দেশের শীর্ষে বাংলার ২ বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর

কলকাতা: এখানে রাজনীতিও হয়৷ হয় লেখাপড়াও৷ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের তালে তালি মিলিয়ে ওঠে আওয়াজ৷ উত্তাল হয় ক্যাম্পাস৷ তবে, রাজনীতি করতে গিয়ে ক্যাম্পাস উত্তাল হলেও পঠন-পাঠনে যে লাটে ওঠে তা একেবারেই ঠিক নয়৷ রাজনীতি করলে পাঠন-পাঠান লাটে ওঠে, এই তত্বে জল ঢেলে ফের দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ছিনিয়ে নিল বাংলার দু’টি বিশ্ববিদ্যালয়৷ কিউএস ইন্ডিয়া রাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বাংলার দুই বিশ্ববিদ্যালয়৷

দেশের সেরার সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে মর্যাদা ছিনিয়ে এনেছে বাংলার ২ বিশ্ববিদ্যালয়৷ প্রথম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ রাজ্যের বিশ্ববিদ্যালয় দেশের সেরা হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী৷ টুইটারে অভিনন্দন জানিয়েছেন তাঁরা৷

আজ টুইটে রাজ্যপাল জগদীপ ধনকর লিখেছেন, র‌্যাঙ্কিং ইউনিভার্সিটি ২৮০০০ এরও বেশি প্রতিষ্ঠান র‌্যাঙ্ক প্রকাশ করেছে৷ সেখানে দেশের সেরা হওয়া শিক্ষার্থীদের কাছে আমার অভিনন্দন৷ কলকাতা বিশ্ববিদ্যালয় ২৭ নম্বরের এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ৬৮ নম্বরের রয়েছে৷ আমি আত্মবিশ্বাসী, আমরা সাফল্যের পথ অনুসরণ করে পথচলা শুরু করব৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘আপনাদের এই সুখবর জানাতে পেরে আমি আনন্দিত৷ কিউএস ভারত র‌্যাঙ্কিং ২০২০ অনুসারে, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে৷ আমার আন্তরিক অভিনন্দন ও সকলকে শুভেচ্ছা৷ জয় হিন্দ৷ জয় বাংলা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =