স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর হামলা, ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল

চুঁচুড়া: আবারও শিক্ষাঙ্গনে হামলার অভিযোগ৷ বুধবার হুগলির বীরেন্দ্র নগর হাইস্কুলে হঠাৎই ঢুকে পড়ে কয়েকজন অচেনা যুবক৷ এরপর প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপর চড়াও হয় তারা৷ প্রচন্ড মারধরের পাশাপাশি চলে অকথ্য ভাষায় গালিগালাজ৷ স্কুলে ঢুকে এভাবে শিক্ষকদের ওপর হামলা চালানোর কারণ হিসেবে আক্রমণকারীদের অভিযোগ, ওই স্কুলের শিক্ষকরা অনেকেই দেরিতে স্কুলে আসেন৷ মিড ডে মিলে নিম্নমানের খাবার

স্কুলে ঢুকে শিক্ষকদের ওপর হামলা, ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল

চুঁচুড়া: আবারও শিক্ষাঙ্গনে হামলার অভিযোগ৷ বুধবার হুগলির বীরেন্দ্র নগর হাইস্কুলে হঠাৎই ঢুকে পড়ে কয়েকজন অচেনা যুবক৷ এরপর প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপর চড়াও হয় তারা৷ প্রচন্ড মারধরের পাশাপাশি চলে অকথ্য ভাষায় গালিগালাজ৷

স্কুলে ঢুকে এভাবে শিক্ষকদের ওপর হামলা চালানোর কারণ হিসেবে আক্রমণকারীদের অভিযোগ, ওই স্কুলের শিক্ষকরা অনেকেই দেরিতে স্কুলে আসেন৷ মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার পাশাপাশি সরকার থেকে বরাদ্দ ডিম, মাংস ভাত কখনোই দেওয়া হয় না বলেও অভিযোগ৷ যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই জানিয়েছেন ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা৷

এদিন দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে৷ অন্তত ৩০ থেকে ৩৫ জন ছেলেদের একটি দল হুগলির পোলাবা-দাদপুর ব্লকের বীরেন্দ্র নগর উচ্চ বিদ্যালয় ঢুকে পড়ে৷ প্রথমে প্রধান শিক্ষককে ঘেরাও করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা, সঙ্গে চলে ধাক্কাধাক্কি৷ এইসময় কয়েক জন শিক্ষক ওই ঘটনার ছবি তুলতে গেলে তাঁদের ওপরেও চড়াও হয় আক্রমণকারীরা৷ তাদের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়৷ প্রচন্ড মারধর করা হয় বলেও অভিযোগ৷ কয়েকজন শিক্ষকের আঘাত এতটাই গুরুতর ছিল যে তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়৷ এরপরই স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন৷

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী৷ তিনি বলেন অভিযোগ থাকতেই পারে, তার জন্য শিক্ষকদের উপর এই আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷ অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *