স্কুল শিক্ষায় বড় পরিবর্তন কেন্দ্রের, উঠে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা

নয়াদিল্লি: ২০২১ থেকে স্কুল শিক্ষায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র৷ নতুন পদ্ধতিতে শ্রেণি ভিত্তিক মূল্যায়নের উপর জোর দিতে ৫+৩+৩+৪ এই কাঠামো অনুসরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক৷ অর্থাৎ সমস্ত স্কুল থেকে উঠে যাবে পরীক্ষা ব্যবস্থা৷ সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওই আধিকারিক আরও জানিয়েছেন, ২০১৬

স্কুল শিক্ষায় বড় পরিবর্তন কেন্দ্রের, উঠে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা

নয়াদিল্লি: ২০২১ থেকে স্কুল শিক্ষায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র৷ নতুন পদ্ধতিতে শ্রেণি ভিত্তিক মূল্যায়নের উপর জোর দিতে ৫+৩+৩+৪ এই কাঠামো অনুসরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের এক আধিকারিক৷ অর্থাৎ সমস্ত স্কুল থেকে উঠে যাবে পরীক্ষা ব্যবস্থা৷

সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওই আধিকারিক আরও জানিয়েছেন, ২০১৬ সালে মহাকাশ বিজ্ঞানী কে.কস্তুরীরঙ্গনের নেতৃত্বে যে নতুন জাতীয় শিক্ষা নীতি (এনইপি) কমিটি গঠিত হয়, সেই কমিটির খসড়া প্রস্তাবে নতুন শিক্ষাপদ্ধতির বিষয়টি সুপারিশ করা হয়েছে৷

২০২০ সালে এই নীতির সম্ভাব্য বিষয়গুলি খতিয়ে দেখবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এবিষয়ে অন্যান্য বোর্ডগুলিকেও বিষয়টি জানানো হবে৷ বোর্ড ও শিক্ষাবিদদের সঙ্গে পর্যালোচনার পরেই এবিষয়ে সিদ্ধান্ত নেবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷সঙ্গেও আলোচনা করা হবে৷ এরপর ১০+২ এই কাঠামো বাতিল করে নতুন শিক্ষানীতি কার্যকর করা হবে ২০২১-এ৷

এবছর জুন মাসে জাতীয় শিক্ষানীতির সদস্যরা এই খসড়া তুলে দিয়েছিলেন মানবসম্পদ মন্ত্রকের হাতে৷ এরপর নতুন শিক্ষাপদ্ধতিতে একটি না তিনটি ভাষা থাকবে যা নিয়ে দ্বিমত তৈরি হয়৷ তখন কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্টতই জানানো হয়েছিল এটি সরকার ঘোষিত নীতি নয়৷

তাই জনসাধারণের মতামত নিয়ে, রাজ্যসরকারগুলির সঙ্গে পরামর্শ করার পর এবিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছিল শিক্ষাক্ষেত্রে ভাষা নিয়ে বিভেদ চলবেনা, সব ভষার সমান বিকাশের পক্ষে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *