SSC-র জট কাটাতে আশ্বাস মন্ত্রীর, ফিরবে জোন ভিত্তিক নিয়োগ?

আজ বিকেল: ফের জোন ভিত্তিক এসএসসি-কে ফিরিয়ে আনার জন্য টানা আন্দোলন শুরু করেছে উত্তরবঙ্গের যুবসম্প্রদায়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির সুফল পাচ্ছে না উত্তরবঙ্গ। কমিশন আরএলএসটি তুলে দেওয়াতেই এই বিপত্তি ঘটেছে। ফের এসএলএসটি ফেরানোর দাবিতে এবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের শরণাপন্ন উত্তরবঙ্গে হবু শিক্ষকরা। শুক্রবারই উত্তরবঙ্গে যান মন্ত্রী অরূপ বিশ্বাস, সেখানেই মন্ত্রীর সঙ্গে দেখা

SSC-র জট কাটাতে আশ্বাস মন্ত্রীর, ফিরবে জোন ভিত্তিক নিয়োগ?

আজ বিকেল: ফের জোন ভিত্তিক এসএসসি-কে ফিরিয়ে আনার জন্য টানা আন্দোলন শুরু করেছে উত্তরবঙ্গের যুবসম্প্রদায়। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির সুফল পাচ্ছে না উত্তরবঙ্গ। কমিশন আরএলএসটি তুলে দেওয়াতেই এই বিপত্তি ঘটেছে। ফের এসএলএসটি ফেরানোর দাবিতে এবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের শরণাপন্ন উত্তরবঙ্গে হবু শিক্ষকরা। শুক্রবারই উত্তরবঙ্গে যান মন্ত্রী অরূপ বিশ্বাস, সেখানেই মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগ জানিয়েছে শিক্ষকদের একটি দল।  এরপরই জোন ভিত্তিক এসএসসি-কে ফেরানোর দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন অরূপবাবু।

উল্লেখ্য, ফের এসএসসি-র নিয়োগের সময় আসন্ন। এদিকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলেও উত্তরবঙ্গের ছেলে মেয়েদের সেখানে কোনও সুযোগই নেই। সৌজন্যে জোন ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। আরএলএসটি- তুলে দিয়ে এসএলএসটি চালু হওয়ার পর থেকেই একের পর এক বিপত্তি শুরু হয়েছে। আগে আরএলএসটি-র কল্যাণে চাকরির সুযোগ ছিল, উত্তরবঙ্গের  ছেলেমেয়েরা এই জোনে চাকরি পেতেন, এখন সবটাই দক্ষিণবঙ্গ অর্থে কলকাতা কেন্দ্রিক হয়ে পড়ায় সেই সুযোগ বন্ধ হয়ে গিয়েছে। এমনিতেই কলকাতার ছেলেমেয়েরা সুয়োগ সুবিধায় অনেক বেশি এগিয়ে তারসঙ্গে রেজাল্ট ভীষণ ভাল। সবমিলিয়ে জোন ভিত্তিক নিয়োগ উঠে যাওয়ায় উত্তরবঙ্গের এসএসসি-পড়ুয়ারা ২০১৬ থেকে আর নিয়োগপত্রই পাচ্ছেন না। এতে শুধু উত্তরবঙ্গের শিক্ষাব্যবস্থার মান পড়ছে তাই নয়, সঙ্গে  বেকার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

এই জন্যেই মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে উত্তরের যুব সম্প্রদায়ের একগুচ্ছ দাবি, ফের এসএসসি-তে জোন ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।চলতি বছরেই আরএলএসটি ফিরিয়ে আনতে হবে।এসএসসি-র মাধ্যমে প্রতিবছর নিয়োগ করতে হবে। অ্যাকডেমিক বিভাজনকে অনকটাই শিথল করতে হবে ও লিখিত পরীক্ষার ভিত্তিতেই প্রার্থীদের ইন্টারভিুর ব্যবস্থার দাবিও জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =