কলকাতা: সামনে উচ্চ মাধ্যমিক৷ তার আগেই পুড়ে গেল ফাইলাল পরীক্ষার প্রজেক্টের খাতা। ছাই হয়ে গেল আরও প্রয়োজনীয় মূ্ল্যবান নথিপত্র। চোখের কোণে জল নিয়ে পুড়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়েছিল নৈঋতা সমাজপতি। অত্যন্ত যত্ন সহকারে সে নিজের প্রজেক্টের খাতা বানিয়েছিল। কিন্তু সব শেষ হয়ে গেল। ফলে শুরু করতে হবে নতুন করে।
সেটাই তাকে বারবার ভাবাচ্ছে। শনিবার গভীর রাতে গড়িয়াহাট মোড়ের যে বাড়িটিতে আগুন লাগে, তারই ১৬১এ ঠিকানার দোতলায় থাকেন চিকিৎসক রথীন সমাজপতি। তাঁরই ছোট মেয়ে নৈঋতা। রবিবার সকালে মা নন্দিতা সমাজপতির সঙ্গে পুড়ে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়েছিল সে। জানাল, ফাইনালের প্রজেক্টের খাতাটাই পুড়ে গেল। ছাই হয়ে গিয়েছে বায়োলজির বইপত্রও।