কলকাতা: কোভিড আবহে আগামী ১৬ নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে স্কুল-কলেজ৷ কিন্তু কী ভাবে হবে ক্লাস? নয়া বিধি জারি করল শিক্ষা দফতর৷ বলা হয়েছে ক্লাস শুরুর আধ ঘণ্টা আগেই চলে আসতে হবে পড়ুয়াদের৷
আরও পড়ুন- খুলছে স্কুল, বিধি জারি রাজ্যের, পাল্লা দিয়ে শিক্ষক মহলে বাড়ছে লোকাল ট্রেনের দাবি
মধ্য শিক্ষা পর্ষদের বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে ১৬ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে৷ সোম থেকে শনি প্রতি দিনই ক্লাস হবে৷ বিকল্প দিনে ক্লাস হওয়ার সম্ভাবনা থাকছে না৷ তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির চারটি ক্লাসকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে পড়ুয়াদের রিপোর্ট করতে হবে৷ নবম ও একাদশ শ্রেণির পড়ুয়ারে সকাল সাড়ে ৯টাটার মধ্যে স্কুলে চলে আসবে৷ ১০টা থেকে দুপুর ৩টে ৩০ পর্যন্ত তাঁদের ক্লাস হবে৷ দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১১টা থেকে৷ ক্লাস শেষ হবে বিকেল ৪টেয়৷ সাড়ে ১০টার মধ্যে তাঁদের স্কুলে চলে আসতে হবে৷
প্রত্যেককে নিজের পৃথক জলের বোতল সঙ্গে রাখতে হবে৷ নিজস্ব বই তো থাকবেই৷ কারও থেকে পেনও নেওয়া যাবে না৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ রাখতে হবে স্যানিটাইজার৷ প্রতিদিন স্কুল, স্কুলের শৌচালয়, ল্যাবরেটরি ও গ্রান্থাগার স্যানিটাইজ করতে হবে৷ স্কুলে গেলেও ক্লাসঘর, ক্যাম্পাস, খেলার মাঠ, ল্যাবরেটরি, লাইব্রেরি ও হস্টেলে পারস্পরিক দূরত্ব বজায় রাখতেই হবে।
গতকালের বিজ্ঞপ্তিতেই দুটি ভাগে ভাগ করে ক্লাস নেওয়ার সম্ভাবনার কথা বলেছিল সরকার৷ যাতে একসঙ্গে স্কুলে ঢোকা বা ছুটির সময় যে ভিড় হয়, তা এড়ানো যায়৷ সশরীরে ক্লাসের পাশাপাশি ১৬ নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে প্র্যাক্টিক্যাল ক্লাস৷ মধ্যশিক্ষা পর্ষদ আজ অ্যাকাডেমিক বিষয়টি স্পষ্ট করে দিল৷ আগামী সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময়সূচি নিয়ে যৌথ বৈঠকে নির্ঘণ্ট প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘মাত্র চারটি ক্লাসের পঠন-পাঠন শুরু হচ্ছে, অথচ সকাল সাড়ে ন’টা থেকে বিদ্যালয় চালু কোন যুক্তিতে? পূর্বের নিয়মেই বিদ্যালয় শুরু হোক৷ বহু শিক্ষক-শিক্ষিকাকে দূর-দূরান্ত থেকে আসতে হয়৷ এছাড়া ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও সমস্যা হবে৷ এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি৷’’