দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে আবেদন করুন

দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে আবেদন করুন

নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক স্তরে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে৷ যেসব পড়ুয়ারা দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়তে উৎসাহী, তাঁদের দ্রুত আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে শিক্ষার্থীদের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট du.ac.in-এ গিয়ে দেখতে বলা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন প্রক্রিয়া ২ অগাস্ট, ২০২১ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা ৩১ অগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। 

বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। যোগ্য ও ইচ্ছুক পড়ুয়ারা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করাতে চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক স্তরে পঠনপাঠন ২৬ জুলাই ২০২১ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে৷ 

ভর্তির প্রক্রিয়া:
বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির রেজাল্টের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হবে৷ পরে সেই মেরিট লিস্টের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে৷ এছাড়া দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের বাইরে থাকা কয়েকটি কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নিয়ে ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। মূলত কম্পিউটার-বেসড্‌ পরীক্ষা পদ্ধতিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়৷ 

 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষার দায়িত্বে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষার জন্য শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে দেশজুড়ে বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিহার, কলকাতা, জয়পুর, অমৃতসর, বেঙ্গালুরু, দিল্লি-সহ আরও বেশ কয়েকটি শহরে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =