প্রাক-মাধ্যমিক ও মাধ্যমিকোত্তর বৃত্তির আবেদন নেওয়া শুরু

 ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাশ্রী, প্রাক মাধ্যমিক, মাধ্যমিকোত্তর বৃত্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিল অনগ্রসর সম্প্রদায় কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তর। সংশ্লিষ্ট দপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এসসি, এসটি স্কলারশিপের জন্য দপ্তরের ওয়েবসাইডে আবেদন করতে পারবে। 

 

বর্ধমান:  ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাশ্রী, প্রাক মাধ্যমিক, মাধ্যমিকোত্তর বৃত্তির আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিল অনগ্রসর সম্প্রদায় কল্যান ও আদিবাসী উন্নয়ন দপ্তর। সংশ্লিষ্ট দফতর এক বিবৃতিতে জানিয়েছেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এসসি, এসটি স্কলারশিপের জন্য দপ্তরের ওয়েবসাইডে আবেদন করতে পারবে। 

আরও পড়ুন- আগামী মাস থেকে ধাপে-ধাপে খুলতে পারে স্কুল-কলেজ! রূপরেখা তৈরির পথে কেন্দ্র

দফতর থেকে জানানো হয়েছে, প্রাক মাধ্যমিক বৃত্তির জন্য নবম ও দশম শ্রেমি পর্যন্ত এসসি ও এসটি পড়ুয়ারা এবং পঞ্চম থেকে দশম শ্রেণির ওবিসি পড়ুয়ারা আবেদন করতে পারবে। প্রি মেট্রিক পোট্রালের মাধ্যমে আবেদন করতে পারবে পড়ুয়ারা। জানা গিয়েছে, মাধ্যমিকোত্তর বৃত্তির জন্য একাদশ শ্রেণির এসটি, এসসি ও ওবিসি পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এছাড়াও ব্লক, মহকুমা ও জেলার অনগ্রসর সম্প্রদায় কল্যান ও আদিবাসী উন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা যাবে।  http://castcertificatewb.gov.in  অথবা http://www.anagrasarkalyan.gov.in নামের এই ওয়েবসাইডে সমস্ত বিবরণ পাওয়া যাবে। 

আরও পড়ুন- রাজ্য জয়েন্টে দিল্লি বোর্ডের দাপট, পিছিয়ে বাংলার পড়ুয়ারা | WBJEE 2020 Result declared

পশ্চিমবঙ্গের মাদ্রাসার ছাত্র ইউনিয়নের সম্পাদক জানান, গত বছর এই দপ্তরে ১০ হাজার ওবিসি পড়ুয়া স্কলারশিপের জন্য আবেদন করেছিল। কিন্তু কোনও ওবিসি পড়ুয়াকে এই স্কলারশিপের অনুমোদন দেওয়া হয়নি। তবে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের স্কলারশিপ পাচ্ছে তারা। ওবিসিরা কেন স্কলারশিপ পাচ্ছে না, সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু সেখান থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =