কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় বাড়ল

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় বাড়ল

নয়াদিল্লি: শিক্ষার্থীদের সুবিধার্থে সিইউসিইটির আবেদন করার সময় বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ সম্প্রতি এনটিএ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস কমন এন্ট্রান্স টেস্ট, ২০২১ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা ২ সেপ্টেম্বর, ২০২১ থেকে বাড়িয়ে ৫ সেপ্টেম্বর, ২০২১ করা হয়েছে। 

এখনও যাঁরা আবেদনপত্র জমা দিতে পারেননি, সেসব পড়ুয়ারা ৫ সেপ্টেম্বর, রাত ১১টা ৫০ পর্যন্ত আবেদন করতে পারবেন। ৬ সেপ্টেম্বর, রাত ১১টা ৫০ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in, cucet.nta.nic.in এ গিয়ে দেখতে হবে৷ তবে প্রবেশিকা পরীক্ষার দিন বদল করা হয়নি৷ আগের ঘোষণা অনুযায়ী, প্রবেশিকা পরীক্ষার দিন ১৫, ১৬, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, ২০২১ ঠিক করা হয়েছিল। পরীক্ষাটি কম্পিউটার-বেসড পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে। ইতিমধ্যেই সিইউসিইটি ২০২১ বর্ষের জন্য আবেদন করা শিক্ষার্থীরা কারেকশন উইন্ডোর মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্র বদলাতে পারবেন বলে জানা গিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের অনুরোধ রাখতে এনটিএ কর্তৃপক্ষ আগের ঘোষণা করা পরীক্ষা কেন্দ্রের সঙ্গে আন্দামান ও নিকোবরের পোর্ট ব্লেয়ার এবং কেরালার কাসারাগদে আরও নতুন দু’টি কেন্দ্র যুক্ত করেছে। পরীক্ষার্থীরা আবেদনপত্রে তাঁদের সুবিধা অনুযায়ী, যে কেন্দ্রের অনুরোধ জানাবেন সেখানেই তাঁরা পরীক্ষা দিতে পারবেন। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, কোনও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম থাকলে, কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের বাসস্থানের কাছাকাছি অন্য কোনও শহরে পরীক্ষার ব্যবস্থা করতে পারে। এই বিষয়ে এনটিএর সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে গণ্য হবে৷ 

মূলত স্নাতক বা ইন্টিগ্রেটেড কোর্স এবং স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য এনটিএর পরিচালনায় সিইউসিইটি ২০২১ বর্ষের পরীক্ষা নেওয়া হবে। মোট ১২টি বিশ্ববিদ্যালয়কে এই প্রবেশিকা পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশে এনটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় মূলত মাল্টিপল-চয়েস পদ্ধতিতে প্রশ্ন থাকবে। মোট ১২০ মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের। লিখিত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *