সোমবার CLAT পরীক্ষা শেষে  প্রকাশিত হবে ‘অ্যানসার কি’

আগামীকাল অর্থাৎ ২৮ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২ টো থেকে বিকাল ৪ টে পর্যন্ত হবে এবারের কমন ল অ্যাডমিশন টেস্ট বা ক্ল্যাট। তার আগে এনএলইউ গুলির কনসর্টিয়াম তরফে একটি পোস্ট-এক্স্যামিনেশন বা পরীক্ষা-পূর্ব ক্যালেন্ডার প্রকাশ করা হল। কনসর্টিয়াম তরফে জানানো হয়েছে, এবার আর বিলম্ব না করে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু করা হবে।

কলকাতা: সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ ২৮ সেপ্টেম্বর অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সিএলএটি সংগঠিত করার নির্দেশ দিয়েছিল। সেই মর্মে, আগামীকাল অর্থাৎ ২৮ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২ টো থেকে বিকাল ৪ টে পর্যন্ত হবে এবারের কমন ল অ্যাডমিশন টেস্ট বা ক্ল্যাট। তার আগে এনএলইউ গুলির কনসর্টিয়াম তরফে একটি পোস্ট-এক্স্যামিনেশন বা পরীক্ষা-পূর্ব ক্যালেন্ডার প্রকাশ করা হল। কনসর্টিয়াম তরফে জানানো হয়েছে, এবার আর বিলম্ব না করে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু করা হবে। সেই মর্মে অনলাইন পরীক্ষার পর্ব মিটে গেলেই সোমবারই অর্থাৎ ২৮ শে সেপ্টেম্বরেই ‘অ্যানসার কি’ প্রকাশ করে দেওয়া হবে।

ক্রমবর্ধিত করোনা ভাইরাস সংক্রমণ এবং টানা লকডাউনের জেরে আগে বেশ কয়েকবার পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এবার আর দেরি করতে চায়না ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকায়, আগামী ১ নভেম্বর থেকে নয়া শিক্ষাবর্ষের পঠন পাঠন শুরু করার কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত পরীক্ষার্থীরা আপত্তি জানাতে পারবেন। প্রমাণ ও ফি-সহ আপত্তির বিষয়টি জানানোর কথা বলা হয়েছে। সংস্থা তরফে যদি তা গৃহীত হয়, তবে সেটি চূড়ান্ত অ্যানসার কি’তে অন্তর্ভুক্ত করা হবে। যা ফলাফল এর ভিত্তিতে তৈরি হবে। নির্দিষ্ট সময় অনুযায়ী, আগামী ৩ অক্টোবর চূড়ান্ত ‘অ্যানসার কি’ আপলোড করা হবে জানানো হয়েছে।

তার ঠিক ২ দিন পর অর্থাৎ ৫ অক্টোবর ফলাফল ও মেধা তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তারপর ওই মেধা তালিকার ভিত্তিতেই কাউন্সেলিং করা হবে। যেখানে কাউন্সেলিংয়ের সময় প্রার্থীদের কলেজ এবং কোর্স নির্বাচন করার সুযোগ দেওয়া হবে। নিয়মানুযায়ী, প্রার্থীদের যোগ্যতা এবং পছন্দের ভিত্তিতেই আসন বণ্টন করা হয়। সেই মর্মে আগামী ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কাউন্সেলিং বা ভর্তি প্রক্রিয়া চলবে। ক্যানডিড প্রার্থীদের কাউন্সেলিং ফি হিসেবে ৫০,০০০ টাকা ধার্য করেছে সংস্থা। সেই হিসাবে আগামী ৬ ও ৭ অক্টোবর একটি উইন্ডো দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =