আরও একটি নতুন মাদ্রাসা খুলছে আরএসএস, থাকছে বিশেষ চমক

নয়াদিল্লি: ভোট কিনতে টাকা বিলি থেকে শুরু করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগ উঠেছিল৷ এলাকায় এলাকায় অশান্তি ছাড়ানোও অভিযোগ রয়েছে৷ কিন্তু, সেই সব অভিযোগকে হেলায় উড়িয়ে সমাজ গড়ার কাজে এক পা বাড়াল সামাজিক সংগঠন আরএসএস৷ এবার আরএসএসের সংখ্যালঘু সেলের উদ্যোগে খুলতে চলেছে মাদ্রাসা৷ প্রথাগত শিক্ষা দেওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষা বিলির উদ্যোগও নেওয়া হয়েছে৷ সংগঠনের তরফে

আরও একটি নতুন মাদ্রাসা খুলছে আরএসএস, থাকছে বিশেষ চমক

নয়াদিল্লি: ভোট কিনতে টাকা বিলি থেকে শুরু করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগ উঠেছিল৷ এলাকায় এলাকায় অশান্তি ছাড়ানোও অভিযোগ রয়েছে৷ কিন্তু, সেই সব অভিযোগকে হেলায় উড়িয়ে সমাজ গড়ার কাজে এক পা বাড়াল সামাজিক সংগঠন আরএসএস৷ এবার আরএসএসের সংখ্যালঘু সেলের উদ্যোগে খুলতে চলেছে মাদ্রাসা৷ প্রথাগত শিক্ষা দেওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষা বিলির উদ্যোগও নেওয়া হয়েছে৷

সংগঠনের তরফে জানানো হয়েছে,  উত্তরাখণ্ডে মাদ্রাসা চালুর করার পাশাপাশি আরএসএস ইতিমধ্যেই দেশজুড়ে পাঁচটা মাদ্রাসা খুলেছে৷ উত্তরাখণ্ডে এই প্রথম৷ আগামী কয়েক মাসের মধ্যে দেহরাদূনে খুলে যাবে এই মাদ্রাসা৷ প্রতিটি মাদ্রাসায় আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে পড়ুয়াদের৷ শুধুমাত্র সিলেবাস ভিত্তিক পাঠ নয়, এই মাদ্রাসায় সাধারণ জ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তিগত বিদ্যাতেও পাঠ দেওয়া হবে পড়ুয়াদের৷

এর আগে উত্তরপ্রদেশে পাঁচটি মাদ্রাসা তৈরি করেছে আরএসএসের সংখ্যালঘু সেল এমআরএম৷ মোরাদাবাদ, হাপুর, বুলন্দশহর, মুজফফরনগরে দু’টি মাদ্রাসা গড়ে তোলা হয়েছে৷ এবার দেহরাদূনে খুলে যাবে আরও একটি মাদ্রাসা৷  এবিষয়ে এমআরএমের সম্পাদক তুষার কান্ত হিন্দুস্তানি বলেন, ‘‘আমরা চাই না পড়ুয়ারা শুধুমাত্র কাজি, কারিস, ইমাম, মৌলানা, মুফতি তৈরি না হয়৷ তাদের মধ্যে থেকেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিজ্ঞানী তৈরি হোক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 15 =