বাতিল হওয়া D.EL.Ed পরীক্ষার সূচি নিয়ে ফের বিভ্রাট

কলকাতা: আগামী ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ৷ ওই দিনই রাজ্যের প্রায় পৌনে দু’লক্ষ প্রশিক্ষণরত স্কুলশিক্ষকের ডিএলএড পরীক্ষা৷ তাই তা বদলের জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করল বাম পরিষদীয় দল৷ বিষয়টি নিয়ে অবিলম্বে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনার করার আর্জি জানিয়ে পার্থবাবুকে চিঠি দিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷ গত ২০-২১ ডিসেম্বর গোটা দেশের

বাতিল হওয়া D.EL.Ed পরীক্ষার সূচি নিয়ে ফের বিভ্রাট

কলকাতা: আগামী ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ৷ ওই দিনই রাজ্যের প্রায় পৌনে দু’লক্ষ প্রশিক্ষণরত স্কুলশিক্ষকের ডিএলএড পরীক্ষা৷ তাই তা বদলের জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করল বাম পরিষদীয় দল৷ বিষয়টি নিয়ে অবিলম্বে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনার করার আর্জি জানিয়ে পার্থবাবুকে চিঠি দিয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী৷

গত ২০-২১ ডিসেম্বর গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ওই শিক্ষকরাও সেই পরীক্ষা দিয়েছিলেন৷ কেন্দ্রের নির্দেশে প্রশিক্ষণ নেওয়ার প্রক্রিয়া আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করতে হবে৷ তা না হলে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি থাকা নিয়ে সংশয় দেখা দেবে৷ কিন্তু পশ্চিমবঙ্গে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পর কেন্দ্রের নির্ধারিত সংস্থা এনআইওএস কেবল বাংলার জন্য তা বাতিল করে৷ দু’দিনের সেই পরীক্ষা এবার আগামী ৩ তারিখ একদিনেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ ব্রিগেডের দরুণ ওই দিন রাস্তাঘাটে যানবাহন সমস্যা দেখা দিতে পারে ও বহু শিক্ষক পরীক্ষাকেন্দ্রে সময়ে পৌঁছতে পারবেন না বলে মনে করছেন স্বয়ং সুজনবাবুই৷ তাই এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে অবিলম্বে কথা বলার আর্জি জানিয়েছেন তিনি পার্থবাবুকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 9 =