উচ্চশিক্ষায় ভারতীয় পড়ুয়াদের প্রথম পছন্দ আমেরিকা

নয়াদিল্লি: উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়াদের পছন্দের ডেস্টিনেশন আমেরিকা৷ এই নিয়ে পরপর তিনবার সেরা গন্তব্য হিসাবে উঠে এল মার্কিন যুক্তরাষ্ট্রের নাম৷ সোমবার প্রকাশিত হয় ওপেন ডোরস রিপোর্ট৷ সেখান থেকে প্রাপ্ত তথ্য বলছে, ২০২২-’২৩ শিক্ষাবর্ষে ভারত থেকে ২ লক্ষ ৬৮ হাজার ৯২৩ জন ছাত্রছাত্রী মার্কিন মুলুকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য যোগ দিয়েছিল।
গত বছর আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিয়েছিল প্রায় ১ লক্ষ ৬৫ হাজার ৯৩৬ জন। শতাংশের হিসেবে গত বছরের তুলনায় এই বছর ৩৫ শতাংশ বেশি পড়ুয়া মার্কিন মুলুকের উদ্দেশে রওনা দিয়েছে। তথ্য বলছে, আমেরিকায় স্নাতক স্তরে ভারতীয় পড়ুয়ার সংখ্যা বেড়েছে প্রায় ১৬ শতাংশ। ওপেন ডোরস রিপোর্ট অনুযায়ী, ২০০৯-’১০ শিক্ষাবর্ষ থেকে এতদিন পর্যন্ত আমেরিকায় পড়তে যাওয়া আন্তর্জাতিক পড়ুয়াদের সংখ্যায় শীর্ষে ছিল চিন। গত শিক্ষাবর্ষে সেই তকমা ছিনিয়ে নিয়েছে ভারতীয় পড়ুয়ারা। এ বছরেও তার ব্যতিক্রম হল না৷