কলকাতা: পয়লা জানুয়ারি থেকে বাংলাশিক্ষা পোর্টালের সমস্ত তথ্য শিক্ষা দপ্তরের সমস্ত স্তরেই ব্যবহার করা হবে। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সংশোধিত তথ্য সহ সমস্ত তথ্য এই মাসের মধ্যেই আপলোড করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল স্কুলগুলিকে। আজ ৩১ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার তথ্য আপলোড করার শেষ দিন। তার আগে কিছু প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশিকা পাঠালো শিক্ষা দফতর। পুরো প্রক্রিয়াটি অনলাইনের সম্পন্ন করতে হবে।
ফটো আপলোড না করার কারণ দর্শাতে হবে। সমস্ত প্রকৃত ছাত্র-ছাত্রীদের পাস-ফেলের অনুমতি অনলাইনে আপলোড করতে হবে। বেশিরভাগ ছাত্র-ছাত্রী যারা স্থানান্তরিত হয়েছে তাদের ট্রান্সফার সার্টিফিকেট অনলাইনে আপলোড করতে হবে। সমস্ত প্রক্রিয়াটি শুধুমাত্র ই-পোর্টালের মাধ্যমেই করতে হবে। এসএমএস পোর্টালের সিসিই এন্ট্রির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।