এবার সব স্কুলেই বসছে হাইস্পিড ইন্টারনেট, বড় ঘোষণা রাজ্যের

এবার সব স্কুলেই বসছে হাইস্পিড ইন্টারনেট, বড় ঘোষণা রাজ্যের

কলকাতা: শিক্ষা ক্ষেত্রে বড় ঘোষণা৷ এবার থেকে রাজ্যের সব স্কুলে থাকবে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। এই মর্মে একটি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে বলেও রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর। প্রাথমিক থেকে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক সব বিদ্যালয়েই হাইস্পিড ইন্টারনেট কানেকশন বসানো হবে৷ এই কাজটি করবে ওয়েবেল (রাজ্য সরকার অধীনস্থ ওয়েবেল টেকনোলজি লিমিটেড)।

করোনাকালে পঠনপাঠনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল ইন্টারনেট৷ এখন স্কুল-কলেজে স্বাভাবিক পঠন-পাঠন হলেও অন্যান্য কাের জন্য ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্কুলে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে ইন্টারনেট প্রায় চলে না বললেই চলে। নেটের গতি কম থাকায় স্কুলের বহুকাজেও সমস্যা তৈরি হয়। তাছাড়া এখন স্কুলগুলি নিয়ন্ত্রিত হয় ‘বাংলা শিক্ষা পোর্টালের’ মাধ্যমে৷ শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী, পড়ুয়াদের ফোনে এই পোর্টালে আপলোড করতেই হয়। তার জন্যেও ইন্টারনেট আবশ্যক। সে সব কথা ভেবেই দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে শিক্ষা-দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *