কলকাতা: প্রশ্ন ফাঁস রুখতে কড়া নির্দেশিকা আগেই জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ৷ এবার মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বাতিল স্কুল শিক্ষকদের সমস্ত ছুটি৷ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিদ্যালয়গুলিকে পরিকাঠামোগত ভাবে তৈরি থাকার নির্দেশ জেলা শিক্ষা অধিকর্তার৷
আরও পড়ুন- স্কুল শিক্ষকদের জন্য সুখবর, অবশেষে বদলি বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হতে চলেছে মাধ্যমিক৷ আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷ সকল পরীক্ষার্থীর যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে পরীক্ষা পরিচালনের দায়িত্বপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিক্ষা আধিকারিক৷
আরও পড়ুন- এবার শিক্ষকদের ঘড়িতেও নিষেধাজ্ঞা পর্ষদের, জারি নয়া নির্দেশ
নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা পরিচালনার দায় বিদ্যালয়গুলিকে নিতে হবে৷ পরীক্ষার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে স্কুলকে৷ প্রত্যকে বিদ্যালয়ে কক্ষগুলিতে পরীক্ষার জন্য পর্যপ্ত আসন করতে হবে৷ পর্যাপ্ত আলোর বন্দোবস্ত রাখতে হবে৷ পরীক্ষা চলাকালীন সময়ে প্রয়োজনে পরীক্ষার্থীদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে৷ কোনও পরীক্ষার্থী ও শিক্ষক, শিক্ষাকর্মী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না৷ শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রধানশিক্ষকের কাছে তাঁদের ফোন জমা করাবেন৷ প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট যথাযথ ভাবে পরীক্ষা করতে৷
আরও পড়ুন- কেন স্কুল শিক্ষকরা টিউশনি বন্ধ করছেন না? হস্তক্ষেপ এবার রাজ্যপালের
একই সঙ্গে পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষাকর্মীদের কোনও ছুটি মঞ্জুর করা হবে না৷ পরীক্ষাকেন্দ্রে তাঁদের বাধ্যতামূলক ভাবে হাজিরা দিতে হবে৷ পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক কোনও শিক্ষককে দিয়ে পরীক্ষাকেন্দ্রের পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ অপ্রীতিকর ঘটনার কথা মাথায় রেখে জেলা শিক্ষা অধিকর্তার এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে৷