আন্তর্জাতিক ক্রমে প্রথম চারে বাংলার ৩ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ক্রমে প্রথম চারে বাংলার ৩ বিশ্ববিদ্যালয়

 

কলকাতা: ফের আন্তর্জাতিকস্তরে ভালো ফল করল যাদবপুর, কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানে নিরিখে আন্তর্জাতিক ক্রমপর্যায়ে উল্লেখযোগ্য স্থান ছিনিয়ে এনেছে বাংলার এই ৩টি বিশ্ববিদ্যালয়৷

আন্তর্জাতিকস্তরে উচ্চশিক্ষার গুণগত মান অনুযায়ী দেশের মধ্যে প্রথম স্থানে দখল করে নিয়েছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়৷ দ্বিতীয় স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং যাদবপুরকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে খবর৷ এরপর রয়েছে কলকাতা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়৷

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর রয়েছে বিশ্বভারতী৷ ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সেরার সেরা আইআইএম আমেদাবাদ৷

জানা গিয়েছে, বিশ্বসেরা দু’হাজার উচ্চ শিক্ষা কেন্দ্রের মধ্যে ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ভারতের৷ গোটা বিশ্বের নিরিখে  ১০৩২তম স্থানে রয়েছে যাদবপুর৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ১০৯৭তম৷ ১০৯২তম স্থানে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অব সায়েন্সেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *