নবম, একাদশে অকৃতকার্যদের ফের সুযোগ দেওয়ার ঘোষণা বোর্ডের

নবম, একাদশে অকৃতকার্যদের ফের সুযোগ দেওয়ার ঘোষণা বোর্ডের

নয়াদিল্লি: করোনা আবহে সিবিএসই নয়া সিদ্ধান্ত৷  নবম ও একাদশে অকৃতকার্যদের ফের পরীক্ষায় বসার সুযোগ মিলবে৷ সমস্ত স্কুলকে নির্দেশ পাঠিয়েছে সিবিএসই কর্তৃপক্ষ৷ অনলাইন কিংবা অফলাইনে অকৃতকার্য পড়ুয়াদের পরীক্ষা নিয়ে পাস করিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে হবে বলেও সিবিএসসি কর্তৃপক্ষের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি৷

আজ বিজ্ঞপ্তি জারি করে সিবিএসই কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নবম ও একাদশ শ্রেণির অকৃতকার্য হওয়া সমস্ত পড়ুয়াকে নতুন করে আবার পরীক্ষার সুযোগ দিয়ে তাদের পাশ করানোর ব্যবস্থা করতে হবে৷ সেই পরীক্ষা অনলাইন কিংবা অফলাইনে নেওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে৷

করোনা সংকটজনক পরিস্থিতিতে অভিভাবকদের একাংশের তরফে অভিযোগ আসছিল, অকৃতকার্যদের নতুন করে সুযোগ দেওয়ার হোক৷ অভিভাবকদের দাবি বিবেচনা করে নতুন করে অকৃতকার্য পড়ুয়াদের সুযোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে৷

এই মুহূর্তে লকডাউনের জেরে থমকে অর্থনীতি৷ বন্ধ পঠনপাঠন৷ স্কুল-কলেজ বন্ধ৷ এই প্রেক্ষাপটে এবার অনলাইনে ক্লাস নেওয়ার ও গুরুত্ব বাড়ানোর পক্ষে সওয়াল করেছে সিবিএসই৷ জানানো হয়েছে, নবম ও একাদশে যে সমস্ত স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে, কিংবা নেওয়া হবে, সমস্ত ক্ষেত্রে ফেল করা পড়ুয়াদের জন্য নতুন করে পরীক্ষা নিতে হবে বলেও জানানো হয়েছে৷ যাতে অকৃতকার্য হয়েও পড়ুয়ারা পিছিয়ে না পাড়ে৷