বয়স ২১ মাস, ঠোঁটস্থ ২৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, বাংলার এই বিস্ময় বালকের

চোপড়া: বয়স মাত্র ২১ মাস৷ ঠিকমতো মুখের বুলিও ফোটেনি৷ কিন্তু আধো আধো কথাই অনায়াসে বলেছে, একের পর এক রাজ্যের নাম ও তার রাজধানী৷ ছোট্ট শিশুর এমন প্রতিভায় অভিভূত উত্তর দিনাজপুর৷ চোপড়ার দাশপাড়ার এই বিস্ময় বালকের নাম ময়ূখ বর্মণ৷ জানা গিয়েছে, সে যা শুনে তাই মনে রাখতে পারে৷ আর এই ভাবেই শুনে শুনে শিখে ফেলেছে রাজ্য,

বয়স ২১ মাস, ঠোঁটস্থ ২৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, বাংলার এই বিস্ময় বালকের

চোপড়া: বয়স মাত্র ২১ মাস৷ ঠিকমতো মুখের বুলিও ফোটেনি৷ কিন্তু আধো আধো কথাই অনায়াসে বলেছে, একের পর এক রাজ্যের নাম ও তার রাজধানী৷ ছোট্ট শিশুর এমন প্রতিভায় অভিভূত উত্তর দিনাজপুর৷

চোপড়ার দাশপাড়ার এই বিস্ময় বালকের নাম ময়ূখ বর্মণ৷ জানা গিয়েছে, সে যা শুনে তাই মনে রাখতে পারে৷ আর এই ভাবেই শুনে শুনে শিখে ফেলেছে রাজ্য, রাজধানী, মন্ত্রীদের নাম৷ যে প্রশ্ন করাই হোক না কেন, উত্তর তৈরি৷ স্পষ্ট উচ্চারণ করতে না পারলেও আধো আধো বুলিতে উত্তর দিয়ে দেয় ময়ূখ৷ সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রীর নাম বলে দেয় অনায়সে৷ রাজ্যের ২৩টি জেলা ২৯টি রাজ্যের রাজধানী ও সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দুধে শিশুর মুখে৷

জানায় গিয়েছে, মা-বাবা মুখে মুখে শুনে শুনে মনে রাখতে পারে ময়ূখ৷ ছেলের ক্ষমতা অল্প দিনেই টের পেয়েছেন মা বীণা বর্মণ৷ ফলে, এখন ছেলেকে কঠিন জিনিসের নাম শেখানো চেষ্টা করছেন তিনি৷ আর সেইসব অনায়াসে আয়ত্ত করে ফেলেছে ময়ূখ৷ বাবা রাজু বর্মণ জানিয়েছেন, মাত্র ১৫ মাস বয়স থেকেই তাঁর ছেলেকে যা শেখানো হয়েছে, সব সে মনে রাখতে পারছে৷ বীণা ও রাজু চান, তাঁদের ছেলের এই প্রতিভা যেন আগামী দিনেও একই ভাবে থাকে৷ সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =