আবার কোপ পাঠ্যসূচিতে, এবার বাদ গেল পর্যায় সারণি, গণতন্ত্রের অধ্যায়

আবার কোপ পাঠ্যসূচিতে, এবার বাদ গেল পর্যায় সারণি, গণতন্ত্রের অধ্যায়

নয়াদিল্লি: চলতি শিক্ষাবর্ষ থেকে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যক্রম থেকে মোগল যুগ বাদ দেওয়া হয়েছে।  ‘কোপ’ পড়েছে উর্দু কবি মহম্মদ ইকবালের ওপর। এবার এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং) পাঠ্যসূচি থেকে বাদ গেল বিজ্ঞানের পর্যায় সারণি, ইতিহাসে ‘গণতন্ত্রের ধারণা’র মতো অধ্যায়! এই ইস্যুতে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজ্ঞানের শিক্ষকরা বিশেষ করে এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন।

এনসিইআরটি-র সূত্রে জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির বিজ্ঞানের নতুন পাঠ্যসূচিতে পর্যায় সারণির (পিরিয়ডিক টেবল) পাশাপাশি শক্তির উৎস এবং সুস্থায়ী সম্পদের ব্যবহার সম্পর্কিত অংশও বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের জনপ্রিয় আন্দোলন, রাজনৈতিক দল এবং গণতন্ত্রের সঙ্কট সম্পর্কিত বিষয়। আগের বিষয়গুলি বাদ দেওয়ার সময় যে অজুহাত দেওয়া হয়েছিল এখনও সেই অজুহাত দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, পড়ুয়াদের ওপর চাপ কমাতেই নাকি এই সিদ্ধান্ত। কিন্তু এইসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি যা পড়ুয়াদের উচ্চ শিক্ষার ভিত তৈরি করে, তা বাদ দেওয়া হলে পড়াশুনার মান কোথায় যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

তবে এনসিইআরটি-র তরফে বলা হয়েছে, পড়ুয়ারা চাইলে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে এই বিষয়গুলি বিস্তারিত ভাবে পড়তে পারবেন। কিন্তু এখানেও রয়েছে প্রশ্ন। যে পড়ুয়া মাধ্যমিক কিংবা সমতুল কোনও পরীক্ষার পর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন না, তিনি পর্যায় সারণির মতো বিষয় সম্পর্কে কীভাবে জানতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =