নোবেল জয়ের পর প্রথম নিজের শহরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

কলকাতা: নোবেল জয়ের পর এই প্রথম নিজের শহরে ফিরলেন অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ আজ সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়ে যান মেয়র ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুরা৷ নোবেলজয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন উৎসুক জনতা৷ জনতার ভিড় সামলাতে রীতিমতো বেগ পেতে হয় স্থানীয় নিরাপত্তা কর্মীদের৷ পরে কোনক্রমে তাঁকে কনভয়ে

imagesmissing

কলকাতা: নোবেল জয়ের পর এই প্রথম নিজের শহরে ফিরলেন অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ আজ সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি৷ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হয়ে যান মেয়র ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুরা৷ নোবেলজয়ী অর্থনীতিবিদকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন উৎসুক জনতা৷
জনতার ভিড় সামলাতে রীতিমতো বেগ পেতে হয় স্থানীয় নিরাপত্তা কর্মীদের৷ পরে কোনক্রমে তাঁকে কনভয়ে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে৷ আজ রাতে সেখানেই থাকবেন তিনি৷ আগামিকাল ভোর সকালে ফের তিনি রওনা হবেন৷

জানা গিয়েছে, ছেলের জন্য পছন্দের পাঁঠার মাংস, কাবাব, পোনা মাছের কালিয়া, পায়েস রান্না করে রেখেছেন মা নির্মলাদেবী৷ এমনকী, পুত্রবধূর নোবেলজয়ী অর্থনীতিবিদ এন্থার ডাফলোর জন্য শাড়ি কিনেছেন তিনি৷ আজ সকালে নোবেলজয়ী সঙ্গে সাক্ষাৎকারের পর টুইটারে মোদি জানিয়েছেন, নোবেলজয়ী সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে৷ মানুষের ক্ষমতায়নের প্রতি তাঁর আবেগ দেখলাম৷ অভিজিতের সাফল্যে গর্বিত গোটা দেশ৷’’ নোবেলজয়ী সাক্ষাতের পর টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎকারের একটি ছবিও প্রকাশ করেছেন৷ জানা গিয়েছে, আজ প্রায় ২৫ মিনিট মোদি-অভিজিতের বৈঠক হয়৷

এর আগেও একটি সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ‘সত্যিই জনপ্রিয়’৷ তাঁর বিপুল জনসমর্থন পাওয়ার কারণ, দেশবাসীর মনে হয়েছে দেশের দ্বিতীয় এমন কোনও নেতা নেই যাঁদের ভোট দিয়ে লাভ হবে৷ মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসা নিয়ে তাঁর মন্তব্য, ‘‘আমার মনে হয় যে কোনও সরকার ১০০টা জিনিস করে৷ আর মানুষকে তার পরিপ্রেক্ষিতে ভোট দিতে হয়৷ নরেন্দ্র মোদি মানুষের ভোট দেওয়ার কারণ ভোটারদের কাছে আর কোন জনপ্রিয় নেতা ছিল না৷বিরোধীদের মধ্যে ভালো কোনও নেতা যাকে জেতানো যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *