ছ’বছর পর ঘুম ভাঙল শিক্ষা দপ্তরের! পাঠ্যপুস্তকে মারাত্মক ভুল স্বীকার পার্থর

কলকাতা: দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছিলেন, তাঁদের সন্ত্রাসবাদী তকমা? তাও আবার সরকারি পাঠ্যবইয়ে? বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি, সরকারের মারাত্মক ভুল হয়ে গিয়েছে৷ গঠন করা হয়েছে কমিটির৷ তিন মাস পর কমিটির রিপোর্ট মেনে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা৷ বিতর্কে কেন্দ্রের রাজ্য সরকার অনুমোদিত মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বই৷ ২০১৩ সাল থেকে রাজ্যের বিভিন্ন সরকারি

ছ’বছর পর ঘুম ভাঙল শিক্ষা দপ্তরের! পাঠ্যপুস্তকে মারাত্মক ভুল স্বীকার পার্থর

কলকাতা: দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছিলেন, তাঁদের সন্ত্রাসবাদী তকমা? তাও আবার সরকারি পাঠ্যবইয়ে?  বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি, সরকারের মারাত্মক ভুল হয়ে গিয়েছে৷ গঠন করা হয়েছে কমিটির৷  তিন মাস পর কমিটির রিপোর্ট মেনে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা৷

বিতর্কে কেন্দ্রের রাজ্য সরকার অনুমোদিত মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বই৷ ২০১৩ সাল থেকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে পড়ানো হচ্ছে, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বিনয় বাদল দীনেশের কথা৷ সেখানে সবাইকে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে৷ অভিযোগ অস্বীকার করে এর আগে শিক্ষা মন্ত্রী দাবি করেন, সরকারি কোন বইয়ে এরকম তথ্য থাকলে খতিয়ে দেখা হবে৷

ছ’বছর পর ঘুম ভাঙল শিক্ষা দপ্তরের! পাঠ্যপুস্তকে মারাত্মক ভুল স্বীকার পার্থরএ প্রসঙ্গে বিধানসভার বাম বিধায়ক প্রদীপ সাহা সরকারি বই দেখিয়ে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে উল্লেখ করেন৷ এর পরই শিক্ষামন্ত্রী জানান,  সরকারের মারাত্মক ভুল হয়ে গিয়েছে৷ এ বিষয়ে সরকারের ভুল হয়ে গিয়েছে৷ কী করে এমন ঘটনা ঘটল? শিক্ষাবিদ জীবন মুখোপাধ্যায় নেতৃত্বে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি৷ ওই রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী৷

এমন ভুল হল কি করে? ভুলে জন্য দায়ী কে? পূর্বস্থলী উত্তরের বাম বিধায়ক প্রদীপ সাহা জানান, ‘‘যাঁরা দেশের হয়ে লড়াই করেছেন, তাঁদের আমরা যদি সন্ত্রাসবাদী চিহ্নিত করি, তাহলে সন্ত্রাসবাদী সম্পর্কে কী ধারণা তৈরি হয়৷ এই জন্য এই বিষয়ে আমি আপত্তি তুলেছিলাম ২০১৭ সালে৷ একবার বিধানসভায় তুলেছিলাম৷ তখন সে গুরুত্ব দেয়নি৷ আমি এবছর হচ্ছে ৪ জুলাই শিক্ষা বাজেটের উপর আলোচনায় বিষয়টা তুলেছি৷ শিক্ষামন্ত্রী বলেছেন, ঘটনা সত্যি৷ এইরকম ছাপানো হয়েছে৷ পড়ানো হচ্ছে৷ তিনি ভুল স্বীকার করেছেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 11 =