নয়াদিল্লি: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-তে প্রবেশিকা পরীক্ষার নিয়ম আগেই শিথিল করা হয়েছে৷ আইআইটি-তে ভর্তি প্রক্রিয়ায় দ্বাদশ শ্রেণির প্রাপ্ত নম্বরের ক্রাইটেরিয়া বাদ দেওয়ার পর এবার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ টেকনোলজি (এনআইটি)-তে ভর্তির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত বহাল রাখল কেন্দ্র৷ পাশাপাশি সেন্ট্রালি ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউশনস (সিএফটিআই)-এর ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে৷ ভর্তির নয়া প্রক্রিয়া জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখারিয়াল নিশাঙ্ক৷ এই বছর এই নিয়ম মেনেই এনআইটি এবং সিএফটিআইগুলিতে ভর্তি প্রক্রিয়া চলবে বলেও জানিয়েছেন তিনি৷
পোখারিয়াল ট্যুইট করে জানিয়েছেন, যে সকল পড়ুয়া জেইই অ্যাডভান্স-এর গণ্ডি পেরোতে পেরেছেন, তাঁরা আইআইটি-তে প্রবেশের সুযোগ পাবেন৷ তাঁদের দ্বাদশ শ্রেণির ফল যেমনই হোক না কেন। তবে যাঁরা জেইই অ্যাডভান্স-এর গণ্ডি পেরোতে পারেনি ,তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কম করে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে অথবা প্রবেশিকা পরীক্ষায় প্রথম কুড়ির মধ্যে থাকতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড (সিএসএবি) এনআইটি এবং সিএফটিআইগুলিতে ভর্তির জন্য যোগ্যতার মানদণ্ড শিথল করার সিদ্ধান্ত নিয়েছে৷ জেইই মেন পাশ করা প্রার্থীদের শুধুমাত্র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বর নির্বিশেষে শংসাপত্র থাকলেই হবে৷’’
গত ১৭ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পোখারিয়াল জানিয়েছিলেন, চলতি বছর কোভিড পরিস্থিতির জেরে বোর্ডগুলির পক্ষে দ্বাদশ শ্রেণির আংশিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ যার জেরে এই বছর জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জেএবি) জেইই ২০২০ যোগ্য প্রার্থীদের যোগ্যতার মানদণ্ড শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে৷ যোগ্য প্রার্থী, যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখনই প্রাপ্ত নম্বর নির্বিশেষে আইআইটি-তে ভর্তির যোগ্য হবেন৷
পোখারিয়াল জানান, দেশজুড়ে করোনা অতিমারীর কারণে এ বছর বিভিন্ন বোর্ড পরীক্ষা সম্পূর্ণ করতে পারেন। বিকল্প পদ্ধতি অবলম্বন করে ফল প্রকাশ করা হয়েছে। গড় নম্বর কিংবা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে৷ সেজন্যই আইআইটি সহ এনআইটি এবং সিএফটিআই গুলিতে প্রবেশিকা পরীক্ষার নিয়মে শৈথিল্য আনা হয়েছে।