জয়েন্ট এন্ট্রান্স মেইনের অ্যাডমিট কার্ড ও পরীক্ষার দিনক্ষণ!

জয়েন্ট এন্ট্রান্স মেইনের অ্যাডমিট কার্ড ও পরীক্ষার দিনক্ষণ!

নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২১-এর তৃতীয় সেশনের পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২০-২৫ জুলাই পরীক্ষাটি হতে চলেছে। পরীক্ষাটি এপ্রিল ২০২১-এ হওয়ার কথা থাকলেও, করোনার জন্য পিছিয়ে গিয়েছিল। 

প্রথমে এনটিএরর ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যেতে হবে৷ সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য তিনটি লিঙ্ক পাওয়া যাবে। লিঙ্কগুলির যে কোনও একটিতে ক্লিক করলেই একটি পেজ খুলবে, যাতে অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ ও সিকিওরিটি পিন দিয়ে সাবমিট বটনে ক্লিক করতে হবে। সাবমিট হয়ে গেলেই একটি অ্যাডমিট কার্ড চলে আসবে। এরপর সেখানে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে৷

প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২১-এর প্রথম দু’টি সেশনের পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চে হয়ে গেলেও, এরপর থেকে দেশে কোভিড ১৯-এর দাপট বাড়তে থাকায় তৃতীয় ও চতুর্থ সেশনটা পিছিয়ে যায়। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মাথায় রেখে বাকি দু’টো সেশনে ৬৬০টির বদলে ৮২৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এর আগে এবিষয়ে এনটিএর সিনিয়র ডিরেক্টর সাধনা পরাশর জানিয়েছিলেন, করোনার কারণে ২৩২টির বদলে ৩৩৪টি শহরে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রও ৬৬০ থেকে বাড়িয়ে ৮২৮ করা হয়েছে। প্রথম দু’টি সেশনের ফল অগস্টে প্রকাশিত হবে বলেই জানা গিয়েছে।

পড়ুয়ারা যাতে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারেন, সেজন্য বছরে চার বার জি মেইনের পরীক্ষা হয়। এবছর করোনার জন্য নম্বরের ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হয়েছে। ৯০-এর মধ্যে ৭৫টি প্রশ্নের (২৫টি ভৌত বিজ্ঞান, রসায়ন ও গণিত) উত্তর দিতে হবে শিক্ষার্থীদের৷ এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে কেন্দ্র করেই মেরিট লিস্ট বা ব়্যাঙ্কিং তৈরি হবে। উল্লেখ্য, ২৭ জুলাই থেকে ২ অগস্টের মধ্যে জি-র চতুর্থ সেশনের পরীক্ষা হবে। তবে এক্ষেত্রে অ্যাডমিট কার্ড কবে পড়ুয়ারা হাতে পাবে, সে বিষয়ে এখনও এনটিএর কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *