রুবি ও ডিসান হাসপাতালে নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ

কলকাতা: চাকরির বাজারে দিনে দিনে বাড়ছে নার্সিং পেশার চাহিদা৷ কিন্তু, প্রশিক্ষণ না থাকায় সুযোগ এলেও কাজে লাগানো যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেই জানিয়েছেন রাজ্য সরকার আগামী দিনে প্রচুর নার্সিং নিয়োগ করবে৷ উপযুক্ত প্রশিক্ষণ থাকলেই মিলতে পারে সুযোগ৷ নার্সিং পেশায় সুযোগ বৃদ্ধি পওয়ায় এই মুহূর্তের রাজ্যের একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি প্রশিক্ষণ দিতে শুরু করেছে৷

রুবি ও ডিসান হাসপাতালে নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ

কলকাতা: চাকরির বাজারে দিনে দিনে বাড়ছে নার্সিং পেশার চাহিদা৷ কিন্তু, প্রশিক্ষণ না থাকায় সুযোগ এলেও কাজে লাগানো যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেই জানিয়েছেন রাজ্য সরকার আগামী দিনে প্রচুর নার্সিং নিয়োগ করবে৷ উপযুক্ত প্রশিক্ষণ থাকলেই মিলতে পারে সুযোগ৷ নার্সিং পেশায় সুযোগ বৃদ্ধি পওয়ায় এই মুহূর্তের রাজ্যের একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি প্রশিক্ষণ দিতে শুরু করেছে৷ তাদের মধ্যে অন্যমত ডিসান স্কুল অব নার্সিং ও রুবি জেনারেল হাসপাতাল নার্সিং৷ ৩ বছরের নার্সিং কোর্স ভর্তির জন্য ইতিমধ্যেই আবেদন নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে৷

ডিসান হাসপাতালের নার্সিং প্রশিক্ষণের জন্য শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে৷ ইংরাজিতে অন্তত ৪০ শতাংশ নম্বর-সহ গড়ে ৪০ শতাংশ নম্বর থাকতেই হবে৷ বিজ্ঞান শাখার ছাত্রীরা অগ্রাধিকার পাবেন৷

রুবি হাসপাতালের নার্সিং প্রশিক্ষণের শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে৷ ইংরাজিতে অন্তত ৪০ শতাংশ নম্বর-সহ গড়ে ৪০ শতাংশ নম্বর থাকতেই হবে৷ বিজ্ঞান শাখার ছাত্রীরা অগ্রাধিকার পাবেন৷  এনভায়রনমেন্টাল সায়েন্স বাদ দিয়ে বাকি তিনটি বিষয়ে ৪০ শতাংশ গড় নম্বর থাকতে হবে৷

বয়সসীমা: দুটি প্রতিষ্ঠানেই বয়সসীমা ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৭ থেকে ২৭ বছর হতে হবে৷

ডিসান হাসপাতাল ও রুবি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের জন্য কীভাবে আবেদন করবেন?

ডিসান হাসপাতালে আবেদন: ডিসান হসপিটালের অফিশিয়াল ওয়েবসাইট www.desunnursing.in থেকে ফর্ম ডাউনলোড করা যাবে৷ ফর্মের মূল্য ৫০০ টাকা৷

রুবি হাসপাতালে আবেদন: রুবি স্কুল অব নার্সিং অয়ান্ড নার্সিং সুপারিন্টেন্ডেন্টের অফিস থেকে ফর্ম সংগ্রহ করা যাবে৷ মূল্য ৫০০ টাকা৷ ২৭ জুন পর্যন্ত ফর্ম সংগ্রহ করা যাবে৷ আবেদন জমা নেওয়ার শেষ দিন ১৫ জুলাই৷ আবেদন সংগ্রহের ঠিকানা: Ruby School of Nursing, Near Naskarhat Bazar, Opposite Naskar Hat Footbal Ground, 87 Naskarhat Road, Kolkata-700039

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 5 =