কলেজে ভর্তির টাকা ফেরত দিচ্ছে না কর্তৃপক্ষ, বিপাকে বহু পড়ুয়া

কলকাতা: কলেজে ভর্তি সংক্রান্ত বিতর্ক কিছুতেই থামছে না৷ তিন তিনবার ভর্তির সুযোগ দেওয়ার পর বাংলার বহু কলেজেই খালি বহু আসন৷ কিন্তু অভিযোগ উঠছে, কলেজে ভর্তির পর ভর্তি বাতিল করার পরও ফি ফেরত দিচ্ছে না কর্তৃপক্ষ৷ ছেড়ে যাওয়া কলেজের ভর্তির টাকা ফেরত পেতে নাজেহাল হচ্ছেন কয়েক হাজার পড়ুয়া৷ যদিও নিয়ম বলছে, ভর্তির পর নির্দিষ্ট সময়ের মধ্যেই

কলেজে ভর্তির টাকা ফেরত দিচ্ছে না কর্তৃপক্ষ, বিপাকে বহু পড়ুয়া

কলকাতা: কলেজে ভর্তি সংক্রান্ত বিতর্ক কিছুতেই থামছে না৷ তিন তিনবার ভর্তির সুযোগ দেওয়ার পর বাংলার বহু কলেজেই খালি বহু আসন৷ কিন্তু অভিযোগ উঠছে, কলেজে ভর্তির পর ভর্তি বাতিল করার পরও ফি ফেরত দিচ্ছে না কর্তৃপক্ষ৷ ছেড়ে যাওয়া কলেজের ভর্তির টাকা ফেরত পেতে নাজেহাল হচ্ছেন কয়েক হাজার পড়ুয়া৷

যদিও নিয়ম বলছে, ভর্তির পর নির্দিষ্ট সময়ের মধ্যেই অন্য কলেজে যোগ দিলে বা আসন ছেড়ে দিলে সংশ্লিষ্ট পড়ুয়ার ভর্তির ফি ফিরিয়ে দেওয়া হয়৷ কিন্তু নিয়ম থাকলেও কেন সেই টাকা ফেরত দিতে এত গড়িমসি? প্রশ্ন তুলছেন পুড়ায়া থেকে অভিভাবকদের একাংশ৷ শহর কলকাতার একাধিক কলেজে এমন অভিযোগে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে৷

কবে টাকা ফেরত পাওয়া যাবে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছেন কয়েক হাজার পড়ুয়া৷ কেননা, অধিকাংশ কলেজে ভর্তির ফি বেশ মোটা৷ কোনক্রমে টাকা জমা দিয়ে অন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে অনেকেই চলে গেছেন নতুন কলেজে৷ কিন্তু যারা ভর্তি হয়ে পুরনো কলেজ থেকে আসন প্রত্যাহার করতে চাইছেন, তারাই পড়েছেন বিপাকে৷ মিলছে না ভর্তি হওয়ার টাকা৷ আর তার জেরে কলেজে ভর্তি হতে গিয়েও টাকার সমস্যা দেখা দিয়েছে বহু পড়ুয়ার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =