আইআইটি মাদ্রাজে ভর্তি শুরু

আইআইটি মাদ্রাজে ভর্তি শুরু

চেন্নাই: এমবিএ ডিগ্রিতে ভর্তি শুরু। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজের অধীনে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে কেরিয়ার প্রফেশনালের মাঝামাঝি পর্যায়ে থাকা প্রার্থীরা একজিকিউটিভ এমবিএ ডিগ্রি পেতে চাইলে আবেদন করতে পারেন। ২০ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৯ অক্টোবর ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে৷ প্রার্থীদের আইআইটি মাদ্রাজের অফিসিয়াল ওয়েবসাইট doms.iitm.ac.in/emba/ এ গিয়ে আবেদন করতে হবে।
 

যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস সহ ব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যিক। এছাড়াও প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের ইন্ডাস্ট্রি সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী প্রার্থীদের ডিওএমএস প্রবেশিকা পরীক্ষা দিতে হবে৷ এরপর ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে অনলাইনে।

দু’বছরের এমবিএ কোর্সে ৩টি প্রজেক্ট থাকবে। ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অধীনে সম্পূর্ণ কোর্সটি সমাপ্ত হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, এই কোর্সে বিশেষ ভাবে নজর দেওয়া হবে স্যোশাল মিডিয়া, ইন্টারনেট মার্কেটিং, গ্লোবাল বিজনেস এবং সাইবার সিকিউরিটির ওপর। এছাড়াও মডার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস, ৩ডি প্রিন্টিং ইত্যাদি বিষয়ও থাকবে।
 

বিশেষ ঘোষণা
আগামী জানুয়ারি, ২০২২ থেকে ক্লাস শুরু হবে বলে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে। 

আইআইটি মাদ্রাজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর জি. অরুণ কুমার জানান, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ভীষণভাবে কাজের চাহিদা বাড়ায় এমবিএ করার দিকে ঝুঁকছে এই প্রজন্মের ছেলেমেয়েরা৷ প্রতি বছরই বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠানে আসেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fourteen =