ইংরেজি মাধ্যম ছেড়ে সরকারি স্কুলে বাড়ছে ভর্তির ঝোঁক

ইংরেজি মাধ্যম ছেড়ে সরকারি স্কুলে বাড়ছে ভর্তির ঝোঁক

কলকাতা: কোভিড পরবর্তী পর্যায়ে বলদে দিয়েছে গতানুগতিক জীবন৷ দীর্ঘ লকডাউনের প্রভাব পড়েছে আমজনতার পকেটে৷ কাজ হারিয়েছেন বহু মানুষ৷ কমেছে আয়৷ সাধারণ মানুষ যখন জেরবার, ঠিক তখন মহামারীর সুযোগে বেসরকারি স্কুলগুলি বেপরোয়া ভাবে ফি বৃদ্ধি করেছে৷ আর তার জেরে বর্ধিত ফি বোঝা কমাতে এবার বেসরকারি স্কুল থেকে অভিভাবকরা মুখ ফেরাতে শুরু করেছেন৷

তবে, এখনই স্কুল বদলে সময় আসেনি৷ তবে, প্রস্তুতি চলছে৷ একাশে ভর্তির ক্ষেত্রেও সেই ঝোঁক বাড়ছে৷ হিন্দু স্কুলে একাদশে ভর্তির প্রবণতাও সেই ইঙ্গিত দিচ্ছে৷ সল্টলেক ও উত্তর কলকাতার বেশ কিছু নামী ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুলের রয়েছে৷ সেখানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু করোনা পরবর্তী সময়ে আবেদন জমা পড়ার হার বেশ কম!

অনেক অভিভাবক সন্তানকে দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ান৷ সেখানে ইংরেজিতে বলিয়ে কইয়ে হয়ে উঠলে একাদশ-দ্বাদশের অন্য স্কুলে ভর্তি করান, যেখানে ইংরেজি-বাংলা দুটি মাধ্যম আছে৷ অনেকেই খরচের দিকটিও ভাবছেন৷ কোনও বিকল্প না থাকলে অনেকেই ছুটছেন একটু নামী সরকারি স্কুলের দিকে৷ কেননা, করোনা পরিস্থিতিতে যে হারে স্কুল ফি বাড়িয়েছে বেসরকারি স্কুল, তাতে অভিভাবকদের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে৷ মূলত, একটু ঝুঁকি নিয়ে এবার সরকারি স্কুলের দিকে পা বাড়াচ্ছেন অভিভাবকদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =