কলকাতা: স্কুলে জুতো বিলির বরাত নিয়ে দুর্নীতির অভিযোগ৷ কোনও টেন্ডার না ডেকে নির্দিষ্ট কয়েকটি জুতো প্রস্তুকারী সংস্থাকে জুতোর বরাত পাইয়ে দেওয়া অভিযোগ প্রাথমিক শিক্ষকদের একাংশের৷ রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে শিক্ষকদের একাংশের৷
জুতোর বরাতের দুর্নীতির অভিযোগ তুলে মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ বলেন, ‘‘কোনও এক অদৃশ্য কারণে বিধি নিয়মের তোয়াক্কা না করে, টেন্ডার না ডেকে নির্দিষ্ট সংস্থাকে জুতোর বরাত পাইয়ে দেওয়া হচ্ছে৷ ফলে প্রাথমিক বিদ্যালয়ে যে জুতো দেওয়া হচ্ছে তা অতি নিম্নমানের৷ মুখ্যমন্ত্রী বারবার নেতা-মন্ত্রীদের কাটমানি নেওয়া থেকে বিরত থাকতে বলছেন৷ তাতেও কমছে না কাটমানি নেওয়ার বহর৷’’ জুতোর বরাতের দুর্নীতির তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি করেন এই শিক্ষক নেতা৷ তাঁর আরও অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী কোনও সদর্থক ভূমিকা না নিলে আমরা জুতোর বরাত কিভাবে হল, তা জানতে RTI করব৷ সন্তোষজনক উত্তর না পেলে আমরা উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করব৷’’
প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জুতো দেওয়া হচ্ছে৷ কিন্তু প্রাক-প্রাথমিক পড়ুয়াদের তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ এর বিরুদ্ধেও সরব হন মুর্শিদাবাদ জেলার শিক্ষক নেতা তন্ময় ঘোষ৷ বলেন, ‘‘প্রাক প্রাথমিকের পড়ুয়াদের জুতো না দিয়ে সরকার অন্যায় করছে৷ শিশু মন এর ফলে কষ্ট পাবে৷ মেলা-খেলা-উৎসব-ক্লাবকে দেদার টাকা দেওয়া হচ্ছে৷ অথচ প্রাক প্রাথমিকে শিক্ষার্থীদের জুতো দেওয়ার টাকা নেই৷ এটা মেনে নেওয়া যায় না৷ শীঘ্রই প্রাক প্রাথমিক শ্রেণির সকল শিশুকে জুতো দেওয়ার ব্যবস্থা করুক সরকার৷’’