মাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ কেন্দ্রের

মাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর! বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ কেন্দ্রের

নয়াদিল্লি: মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য এবার বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ এনসিআরটি এই বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছে৷ বিষয়ভিত্তিক সপ্তাহভিত্তিক পরিকল্পনা সেখানে উল্লেখ করা হয়েছে বিস্তারিত ভাবে৷ পড়ুয়া থেকে শিক্ষক ও অভিভাবকদের ওই ক্যালেন্ডারটি অনুসরণ করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷

লকডাউনের জেরে বন্ধ স্কুল৷ ফলে, থমকে থাকা পঠন-পাঠান৷ লকডাউনের জেরে পড়ুয়ারা যেতে সময় অনুযায়ী নিজেকে তৈরি রাখতে পারে, তা নিশ্চিত করতে একটি রূপরেখা তৈরি করা হয়েছে৷ বাড়িতে বসে পড়ুয়ারা যাতে শিক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, তাও নিশ্চিত করতেও গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে পড়ুয়াদের পঠন-পাঠানে গুরুত্ব দিয়ে হোম ওয়ার্কের দেওয়ার কথা ভাবা হচ্ছে৷ যাচ্ছে, বাড়ি থেকেও শিক্ষা চর্চা যথাযথ ভাবে রাখা যায়৷ নির্দেশিকায় সরাসরি হোম ওয়ার্কের বিষয়টি সুপারিশ করা না হলেও বিকল্প উপায় ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে৷ আর সেই কারণে বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার করেছে কেন্দ্র৷

শিক্ষা ক্যালেন্ডার প্রকাশের বিষয়টি টুইট করেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল লিখেছেন, প্রিয় মাধ্যমিক পড়ুয়ারা, তোমাদের সুবিধার জন্য বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হল৷ সিলেবাসের সাপেক্ষে লকডাউনের সময় তোমরা এটিকে সপ্তাহভিত্তিক পরিকল্পনা জন্য করতে করতে পারবে৷

কোথা থেকে বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখা যাবে? পড়ুয়াদের সুবিধার কথা ভেবে সরাসরি বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখার লিঙ্ক দেওয়া হল৷ http://ncert.nic.in/aac.html এই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাবে সেই বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =