বছরে প্রায় ২ লক্ষ টাকার স্কলার্শিপস ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

নয়াদিল্লি: ৩০ জন মেধাবী ছাত্রীকে স্কলারশিপ দেবে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন৷ স্কলারশিপ দেওয়া হবে এই শাখায়: অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্পেস ইঞ্জিনিয়ারিং এন্ড রকেট্রি, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করছেন কোর্সের প্রথম বর্ষে পাঠরতদের দেওয়া হবে এই স্কলার্শিপ৷ আবেদনের যোগ্যতা: বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম বর্ষে পাঠরত হতে

বছরে প্রায় ২ লক্ষ টাকার স্কলার্শিপস ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

নয়াদিল্লি: ৩০ জন মেধাবী ছাত্রীকে স্কলারশিপ দেবে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন৷

স্কলারশিপ দেওয়া হবে এই শাখায়: অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্পেস ইঞ্জিনিয়ারিং এন্ড রকেট্রি, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি করছেন কোর্সের প্রথম বর্ষে পাঠরতদের দেওয়া হবে এই স্কলার্শিপ৷

আবেদনের যোগ্যতা: বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম বর্ষে পাঠরত হতে হবে। ২০ জনকে দেওয়া হবে এই স্কলারশিপ। প্রার্থীকে অবশ্যই জয়েন এন্ট্রান্স এক্সামিনেশন এ বৈধ স্কোর থাকতে হবে।

স্কলার্শিপের পরিমাণ বছর প্রতি এক লাখ কুড়ি হাজার টাকা৷ স্কলারশিপ দেওয়া হবে চার বছরের জন্য৷ স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে পাঠরতদের ক্ষেত্রে উপরোক্ত শাখায় এমএমটেক এমএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম বর্ষে পাঠরতারা আবেদন করতে পারেন৷ ১০ জনকে দেওয়া হবে এই স্কলার্শিপ৷ স্নাতকস্তরে তার থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর বা সিজিপিএ/সিপিআই অনুশারে ৬.৭৫ স্কোর থাকতে হবে।

স্কলার্শিপের পরিমাণ: বছর প্রতি ১ লাখ ৮৬ হাজার টাকা। এর পাশাপাশি প্রার্থীকে অবশ্যই পরীক্ষায় বৈধ স্কোর করে থাকতে হবে। স্কলার্শিপের মেয়াদ দুই বছর। আবেদন করতে হবে অনলাইনে৷ www.rac.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর৷ আবেদনের সময় প্রার্থীর ছবি, আধার কার্ড সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ আরও তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =