শিক্ষক দিবসে উপহার হোক একটি গাছ, হোক একটি ‘সবুজ দিন’

কলকাতা: বিধ্বংসী দাবানলের জ্বলছে পৃথিবীর ফুসফুস, আমাজন জঙ্গল৷ ধ্বংস হচ্ছে পৃথিবীর বনাঞ্চল৷ মরছে গাছ৷ বাড়ছে দূষণ৷ আগামীর পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্য এবার শিক্ষক দিবসকে হাতিয়ার করে এগতে চাইছে একদল যুবক-যুবতী৷ শিক্ষক দিবসের দিন পড়ুয়া-শিক্ষকদের মধ্যে খাতা, পেন, মিষ্টি বিলির পরিবর্তে এবার একটি গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে একদল যুবক-যুবতী৷ শিক্ষক দিবসে ‘সবুজ

শিক্ষক দিবসে উপহার হোক একটি গাছ, হোক একটি ‘সবুজ দিন’

কলকাতা: বিধ্বংসী দাবানলের জ্বলছে পৃথিবীর ফুসফুস, আমাজন জঙ্গল৷ ধ্বংস হচ্ছে পৃথিবীর বনাঞ্চল৷ মরছে গাছ৷ বাড়ছে দূষণ৷ আগামীর পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্য এবার শিক্ষক দিবসকে হাতিয়ার করে এগতে চাইছে একদল যুবক-যুবতী৷ শিক্ষক দিবসের দিন পড়ুয়া-শিক্ষকদের মধ্যে খাতা, পেন, মিষ্টি বিলির পরিবর্তে এবার একটি গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে একদল যুবক-যুবতী৷ শিক্ষক দিবসে ‘সবুজ দিন’ হিসাবে পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে নয়া উদ্যোগ নিয়েছেন তাঁরা৷

শিক্ষক দিবসে উপহার হোক একটি গাছ, হোক একটি ‘সবুজ দিন’কোনও সংগঠন বা কোন গোষ্ঠীর ব্যানারে নয়, সবুজ বাঁচানোর যুদ্ধে শামিল সামিল হয়েছেন কয়েকজন সবুজবন্ধু৷ এবার স্কুলে গিয়ে পড়ুয়াদের হাতে গাছের চারা তুলে দেওয়া ও সেই গাছের পুরোপুরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন এই যুবকদল৷ সমস্ত স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই যুবকদের অনুরোধ, ‘আপনারা গাছ লাগান ও তাদের রক্ষণাবেক্ষণ করুন৷ প্রয়োজনে আমরা করবে সাহায্য৷’

শিক্ষক দিবসে উপহার হোক একটি গাছ, হোক একটি ‘সবুজ দিন’শিক্ষক দিবসে ছাত্র ছাত্রীদের মধ্যে সবুজ বাঁচানোর বার্তা ছড়িয়ে দিতেই সবুজ দিনের এই উদ্যোগ বলে জানানো হয়েছে৷ একটি হ্যাশট্যাগ মাধ্যমে গাছ লাগানোর বা গাছ বাঁচানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার বার্তা পাঠানো হয়েছে ওই সবুজ দলের তরফে৷ সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল প্রচার৷ সবুজ রক্ষায় সমস্ত পড়ুয়া ও শিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছেন ওই যুবক দল৷

শিক্ষক দিবসে উপহার হোক একটি গাছ, হোক একটি ‘সবুজ দিন’তাঁদের কথায়, ‘‘জল, অক্সিজেন, বৃষ্টি, মেঘ, শ্বাসকষ্ট এসবের পিঠে একটাই শব্দ লেখা আছে৷ গাছ৷ অনেক কিছুই আমরা জানি৷ কিন্তু মানি না৷ যতক্ষণ না আমার নিশ্বাস গলাতেই ফুরিয়ে যাচ্ছে৷ আমি টেরও পাচ্ছি না৷ অক্সিজেন কোথায় কিভাবে অন্ধকার হয়ে যাচ্ছে ক্রমশ৷ জল কোথায় মিলিয়ে যাচ্ছে কোন পথে৷ এসবের খোঁজ কেউ রাখতে চায় না৷ কিন্তু সব যে শেষের দিকে৷ ধ্বংসের ডানা দিয়ে মুড়ে যাচ্ছে এই পৃথিবী৷ একটা বীজ, একটু শেকড়, কিছু পাতা মাটিতে পুঁতে দিয়ে আটকাতে পারি এই মৃত্যু৷ দেওয়ালে পিঠ ঠেকে গেছে৷ এবার নামতেই হবে পথে৷ হাতে থাকব আমরা সকলে গাছ হয়ে৷ একটা দিনকে ক্যালেন্ডার থেকে মাটিতে টেনে আনতে চাইছি আমরা৷ সেই দিনটার নাম রাখতে চাইছি ‘সবুজ দিন’৷ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে৷ গাছের শিক্ষা৷ গাছই আমাদের শিক্ষক এই স্বপ্ন ছড়িয়ে দিতে চাইছি৷ বাংলা এবং দেশের সকল শিক্ষক-শিক্ষিকা তাঁদের ছাত্রছাত্রী দিয়ে লাগিয়ে দিক গাছ৷ ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানাক একটা গাছ মাটিতে পুঁতে৷ গাছের উপহারে ভরে যাক স্কুল৷ কলেজ সর্বত্র৷ এই দিন জাতির মেরুদন্ডের হাত দিয়ে বেঁচে উঠুক এই পৃথিবী৷ অনুরোধ আপনাদের৷ এই শিক্ষক দিবস, ৫ সেপ্টেম্বর আপনার শিক্ষক, ছাত্র, ছাত্রী সকলকে নিয়ে উদযাপন করুন সবুজ দিন৷ আসছে দিন ৫ সেপ্টেম্বর৷ দেখা হবে রাস্তায়৷ গাছ হাতে৷ মানুষের সাথে৷’’

ছবি পাঠানোর জন্য নিজের ওয়ালে #The_Green_Teachers_Day #GREEN_Day , #সবুজ_দিবস ব্যবহার করতেও অর্জি জানিয়েছে ওই যুবক দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *