উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট এক নজরে

কলকাতা: মঙ্গলবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ কিন্তু, পরীক্ষার শুরু আগে দেখে নিন, এবারের গুরুত্বপূর্ণ নির্দেশগুলি৷ চলতি বছরে উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮লক্ষ ১৬হাজার ২৩৪জন। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল দশটায়। শেষ হবে একটা পনেরো মিনিটে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার

উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট এক নজরে

কলকাতা: মঙ্গলবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ কিন্তু, পরীক্ষার শুরু আগে দেখে নিন, এবারের গুরুত্বপূর্ণ নির্দেশগুলি৷

চলতি বছরে উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮লক্ষ ১৬হাজার ২৩৪জন। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল দশটায়। শেষ হবে একটা পনেরো মিনিটে। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও পরীক্ষার্থী জল খাওয়া, শৌচালয়ে যাওয়া বা অন্য কোনও কারণে পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না। বারোটা পঁয়তাল্লিশ মিনিটের আগে কোনও পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবে না। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী পরীক্ষাকেন্দ্রের বাইরে যেতে পারবেন না।

মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা, টোকাটুকি করা, খাতার কোনও অংশ জমা না দিয়ে বাড়ি নিয়ে গেলে, শিক্ষক নিগ্রহ, পরীক্ষাকেন্দ্র ভাঙচুর করলে আরএ কমিটির কাছে হাজির হতে হবে। আরএ কমিটি ব্যবস্থা নেবে। এক্ষেত্রেও বাতিল হতে পারে পরীক্ষা এবং রেজিস্ট্রেশন। একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে ৪২টি বিষয়ে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। উর্দু, সাঁওতালি, নেপালি ভাষাভাষীদের জন্য দোভাষীর ব্যবস্থাও করেছে সংসদ।

এবার এক চতুর্থাংশ স্কুলে মোবাইল ডিটেক্টর যন্ত্র রাখা হবে। প্রতিটি জেলার পরীক্ষাকেন্দ্রে জেলাশাসকের প্রতিনিধি একজন আধিকারিক ভেনু ইনচার্জ হিসাবে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন। পরীক্ষাকেন্দ্রের মূল প্রবেশপথে মোবাইল ডিটেক্টরের মাধ্যমে চেকিংয়ের কাজে ভেনু সুপারভাইজারকে সাহায্য করার জন্য কাউন্সিল মনোনীত প্রতিনিধি থাকবেন। তবে সমস্ত দায়িত্বভার থাকবে প্রধান শিক্ষক এবং ভেনু সুপারভাইজার বা টিআইসি বা সহযোগী শিক্ষকের ওপর।  ভেনু সুপারভাইজারকে বিশেষ দায়িত্ব সহ আইডি কার্ড দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের সার্বিক সুরক্ষার জন্য ভেনু সুপারভাইজারের ঘরকে কন্ট্রোল রুম হিসাবে চিহ্নিত করা হবে। প্রতিটি হলে তিনজন ইনভিজিলেটর থাকবেন। তার মধ্যে একজন বিশেষ মোবাইল ইনভিজিলেটর, যাঁর কাজ পরীক্ষার্থীরা মোবাইল ব্যবহার করছে কি না সেদিকে নজর রাখা। শুধুমাত্র ভেনু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জের কাছে মোবাইল ফোন থাকবে। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী-সহ যে কোনও ব্যক্তি যদি মোবাইল নিয়ে ঢোকেন বা কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন সেক্ষেত্রে ‘এক্সামিনেশন সিকিউরিটি ফরম্যাট’ পূরণ করে ভেনু সুপারভাইজার অভিযুক্তের নাম সহ সংসদে পাঠাবেন। সংসদ ব্যবস্থা নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − six =