বধূবেশে পরীক্ষার হলে!

রাজকোট: পরীক্ষার হলে বধূবেশে হাজির পরীক্ষার্থী৷ যা দেখে হতবাক বাকি পরীক্ষার্থীরা৷ পরীক্ষার হলে ঢুকতে গিয়ে ওই মহিলাকে দেখে ভিরমি কেলেন ইনভিজিলেটরও৷

টকটকে লাল লেহেঙ্গা। গা-ভর্তি গহনা এবং মেকআপ সহ পরীক্ষার হলে হাজির হলেন এক পরীক্ষার্থী৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে। ওই শিবাঙ্গী বাগথারিয়া নামে ওই পরীক্ষার্থীর বিয়ের তারিখ স্থির করা হয়েছিল অনেক আগেই৷ কিন্তু পরে বিয়ের তারিখেই সৌরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন পড়ে যায়। তবে বিয়ের জন্য একটা বছর পড়াশোনা নষ্ট করতে নারাজ ছিলেন শিবাঙ্গী। ফলে পরীক্ষা দিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঠিক করেন তিনি৷ তাঁর ইচ্ছেকে সমর্থনও করেন তাঁর হবু স্বামী এবং দুই পরিবার।

কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে সাজতে বসতে গেলে অনেক দেরি হয়ে যাবে বলে তিনি দুপুরেই একেবারে পার্লারে গিয়ে সেজে নেন৷ সেখান থেকে তাঁর হবু স্বামী এবং পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে সোজা পরীক্ষা কেন্দ্রে হাজির হন বধূবেশেই। পরীক্ষার হলের বাইরে অপেক্ষারত ছিলেন তাঁরা। শিবাঙ্গীর পরীক্ষা শেষ হওয়ার পর সকলে মিলে বিয়ের মণ্ডপে যান৷ এই ঘটনাটি সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়৷ গোটা বিষয়টায় শিবাঙ্গী, তাঁর পরিবার এবং শিবাঙ্গীর হবু স্বামীর প্রশংসা করেছেন নেটিজেনরা। ইচ্ছা থাকলে বিয়ে, সংসার বা যে কোনও পরিস্থিতিতেই যে পড়াশোনা করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন শিবাঙ্গী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twenty =