স্টেপলার পিনে কামাল, গিনেস বুকে নাম লেখালেন বাংলার কলেজ পড়ুয়া

স্টেপলার পিনে কামাল, গিনেস বুকে নাম লেখালেন বাংলার কলেজ পড়ুয়া

সিউড়ি: স্টেপলারের পিন দিয়ে ২১৭০ ফুটের চেন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন এক কলেজ পড়ুয়া। ইতিমধ্যে দুবারজপুরের শালুঞ্চি গ্রামে মিনহাজুল মণ্ডলের বাড়িতে ইতিমধ্যে  সেই রেকর্ডের সার্টিফিকেট পৌঁচেছে।  দুবরাজপুরের পুলিশ প্রশাসনের তরফে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

মিনহাজুল জানিয়েছে, গত বছর তিনি স্টেপলারের পিন দিয়ে চেন তৈরির কাজ শুরু করেন।  প্রায় ৮০ হাজার পিন লাগে। এতে তিনি ১৭০ ফুট ১০ ইঞ্চির একটি চেন তৈরি করেন। তিনি জানিয়েছেন, এই চেনটি তৈরি করতে তাঁর চার মাস সময় লাগে। স্টেপলারের পিনগুলো হাতে বাঁকিয়ে তিনি চেন করেছেন। এরপরেই তিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য আবেদন করেন। গত ডিসেম্বরে দুবারজপুরের ব্লক প্রশাসনের তরফে এসে চেনের মাপঝোপ করে নিয়ে যায়। কয়েকদিন আগেই তাঁর বাড়িতে প্রশংসাপত্র এসেছেন। এই কাজ করতে তাঁকে পরিবার ও শিক্ষক-শিক্ষিকারা খুব উৎসাহ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও তিনি এধরনের কাজ করতে চান।

জানা গিয়েছে, গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশুনা করে তিনি দুর্গাপুরে মামাবাড়িতে চলে যান। সেখানেই তিনি ইছাপুরে স্কুল শেষ করে বর্তমানে রানিগঞ্জে টিডিবি কলেজে ভূগোল অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন। স্কুলে পড়াকালীন কর্মশিক্ষার উপর একাধিক কাজ করে মিনহাজুল পুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =